Advertisement
২০ এপ্রিল ২০২৪
Dollar

ডলারের নিরিখে সর্বকালীন রেকর্ড পতন টাকার

ডলারের নিরিখে সর্বকালীন রেকর্ড পতন টাকার.

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৩:৫১
Share: Save:

ডলারের নিরিখে সর্বকালীন রেকর্ড পতন টাকার। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ন’টা ২৫ মিনিট নাগাদ বাজার খুলতেই এক ডলারের মূল্য দাঁড়ায় ৬৯.০৩ টাকা। বুধবার ডলার প্রতি টাকার মূল্য ছিল ৬৮.৬৫। গত বছর জুনের পর এই প্রথম একদিনে এতটা পড়ল টাকার দাম ।

উত্তরোত্তর টাকার দাম পড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাওয়া। মুদ্রাস্ফীতির হারে বৃদ্ধি, কমতে থাকা বৃদ্ধির হারও দাম পড়ার কারণ। সম্প্রতি ইরান থেকে তেল আমদানি বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ দিয়েছে। এর পাশাপাশি লিবিয়া, কানাডাও তেল উত্তোলন কমিয়েছে। যে কারণে ডলার পিছু টাকার দাম ক্রমশ পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার দিনের শুরুতেই ৫৮.৮০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। ৩২.৯৫ পয়েন্ট পতন হয়েছে নিফটির সূচকেও। বিদেশি বিনিয়োগ কমে আসাও টাকার দাম পড়ার অন্যতম কারণ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: রাহুলকে বেড়িতে বাঁধতে চায় কেন্দ্র?

রাজ্যসভার পদে তৃণমূল লড়লে পাশে থাকবে কংগ্রেস​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dollar Rupees Nifty Sen-sex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE