Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সরকারের ভূমিকায় ক্ষোভ পরিচালকের

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এস দুর্গা’র প্রদর্শন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
পানজিম শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৪:০৩
Share: Save:

মালয়ালম ছবি ‘এস দুর্গা’ নিয়ে বিতর্ক থামছে না। বুধবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ছবিটির পরিচালক সানাল কুমার শশীধরন। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকা লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আইনের অপব্যবহার করতে পারেন। এমনকী বিচারব্যবস্থাকেও অবহেলা করেন।

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এস দুর্গা’র প্রদর্শন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। সোমবার বিশেষ জুরিদের সামনে দেখানো হয় ছবিটি। তার পর সিবিএফসি জানিয়েছে, ফের মূল্যায়নের জন্য ছবিটিকে সেন্সর বোর্ডে জমা দিতে হবে। এর আগে ইউ/এ শংসাপত্র দিয়ে ‘এস দুর্গা’ ছবিটি ছেড়েছিল সেন্সর বোর্ড।

সিবিএফসি-র এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফেসবুকে প্রতিবাদ জানিয়ে শশীধরন বলেন, ‘‘এই ঘটনায় আমি একটুও অখুশি নই। বরং খুবই খুশি। বহু মানুষ এত দিন প্রশ্ন তুলতেন সঙ্ঘের আদর্শে যারা বিশ্বাসী, তারা ক্ষমতায় এলে সমস্যা কী? আমার ছবি তাঁদের বুঝতে সাহায্য করছে, সমস্যাটি ঠিক কী?’’

এর পরেই সরকারের বিরুদ্ধে তোপ দেগে পরিচালক বলেন, ‘‘এটা প্রমাণ হয়ে গিয়‌েছে, এখন যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা নিজেদের অপছন্দের বিষয়কে ধ্বংস করার জন্য বহু দূর যেতে পারেন। তাঁরা আইনের অপব্যবহার করতে পারেন। এমনকী বিচারব্যবস্থাকেও অবহেলা করতে পারেন।’’ শশীধরনের দাবি, তাঁর ছবির বিরুদ্ধে ‘মন্ত্রকের এই নোংরা খেলায়’ সরকারের বহু সমর্থকও হতাশ।

‘এস দুর্গা’ ছবিটি নিয়ে বহু দিন ধরেই বিতর্ক চলছে। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভারতীয় সিনেমা বিভাগে দেখানোর জন্য ‘এস দুর্গা’ এবং মরাঠি ছবি ‘ন্যুড’-কে মনোনীত করেছিলেন বিচারকেরা। কিন্তু কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তালিকা থেকে ছবি দু’টি বাদ দিয়ে দেন। এর প্রতিবাদে চলচ্চিত্র উৎসবের ভারতীয় বিভাগের প্রধান বিচারকের পদ থেকে সরে দাঁড়ান পরিচালক সুজয় ঘোষ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেরালা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শশীধরন। হাইকোর্ট চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানোর নির্দেশ দেয়। কিন্ত তার পরেও ছবিটি দেখানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সেন্সর বোর্ড। এ দিন তার প্রতিবাদে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গনে বিক্ষোভ দেখান শশীধরন এবং অভিনেতা কান্নান নায়ার।
তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গণতন্ত্র বাঁচান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE