Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National news

মহাকাশ থেকে স্ট্যাচু অব ইউনিটি কেমন দেখতে জানেন?

সম্প্রতি আমেরিকার একটি সংস্থা মহাকাশ থেকে বিশ্বের সর্বোচ্চ এই মূর্তির ছবি শেয়ার করেছে। আমেরিকার ওই সংস্থার নাম স্কাই ল্যাব। ওই ছবিতে মূর্তির পাশে বয়ে চলা নর্মদা নদীকেও স্পষ্ট দেখা গিয়েছে।

স্ট্যাচু অব ইউনিটি। —ফাইল চিত্র।

স্ট্যাচু অব ইউনিটি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৬:৫৩
Share: Save:

মহাকাশ থেকে স্ট্যাচু অব ইউনিটি কেমন দেখতে জানেন? পাশ দিয়ে বয়ে গিয়েছে ঘন নীল নদী। তার দু’পাশে পাথুরে ভূমি। মাঝে মাঝে উঁকি দিচ্ছে সবুজ গাছপালা। আর এ সবের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন সর্দার বল্লভাই পটেল। মহাকাশ থেকে ঠিক এ রকমই দেখতে লাগছে স্ট্যাটু অব ইউনিটিকে।

সম্প্রতি আমেরিকার একটি সংস্থা মহাকাশ থেকে বিশ্বের সর্বোচ্চ এই মূর্তির ছবি শেয়ার করেছে। আমেরিকার ওই সংস্থার নাম স্কাই ল্যাব। ওই ছবিতে মূর্তির পাশে বয়ে চলা নর্মদা নদীকেও স্পষ্ট দেখা গিয়েছে।

২০১৭ সালে ইসরো ১০৪ স্যাটেলাইট-সহ একটি পিএসএলভি মহাকাশে পাঠায়। ১০৪ স্যাটেলাইটের মধ্যে ৮৮টি স্যাটেলাইট দৈনিক পৃথিবীর ছবি তোলে। এই ৮৮টির মধ্যে ওই আমেরিকা সংস্থার তৈরি স্যাটেলাইটও রয়েছে।

আরও পড়ুন: বিশ্বের উচ্চতম ‘স্ট্যাচু অব ইউনিটি’ পিছনে ফেলল যাদের

৩১ অক্টোবর গুজরাতের নর্মদা নদীর ধারে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ১৮২ মিটার উচ্চতার স্ট্যাটু অব ইউনিটি এখন বিশ্বের সর্বোচ্চ মূর্তি।

মহাকাশ থেকে এ রকমই দেখতে লাগছে মূর্তিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Statue of Unity Space image
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE