Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জেটলির বিরুদ্ধে মামলাকারীর জরিমানা!

জরিমানার অর্থ জমা না-করা পর্যন্ত তিনি আর কোনও মামলাও দায়ের করতে পারবেন না।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

অরুণ জেটলি। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০২:১২
Share: Save:

অরুণ জেটলি রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারের অর্থ নয়ছয় করতে চাইছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী এম এল শর্মা। সেই মামলা খারিজ করে দিয়ে শর্মাকেই ৫০ হাজার টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। জরিমানার অর্থ জমা না-করা পর্যন্ত তিনি আর কোনও মামলাও দায়ের করতে পারবেন না।

এই এম এল শর্মাই রাফাল-চুক্তিতে দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মামলা করেছিলেন। একই দাবিতে আরও কিছু মামলা হয়েছিল। সেই মামলার রায় এখন স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। এর পরে এম এল শর্মা সরাসরি অর্থমন্ত্রী জেটলির নামেই মামলা করে অভিযোগ তোলেন, তিনি রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারের অর্থ থেকে কিছু সংস্থার ঋণ মকুব করে দিতে চাইছেন।

আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে শুনানি উঠতেই তিনি বলেন, ‘‘এই মামলা শোনার আমরা কোনও কারণ দেখছি না। আপনি কি না চান, আমরা অর্থমন্ত্রীর কাজে বাধা দিই!’’ অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল দাবি তোলেন, এই ধরনের মামলা করে আদালতের সময় নষ্ট করার বিষয়টি কড়া ভাবে দেখার সময় এসেছে। তার পরেও শর্মা সওয়াল করতে থাকায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন প্রধান বিচারপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Arun Jaitley Fine Lawyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE