Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফাঁসির আসামি: রাজ্যের জবাব চায় সুপ্রিম কোর্ট

দেশ জুড়ে বিভিন্ন জেলে যেভাবে বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছে, সে বিষয়েও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০৩:১০
Share: Save:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট। বাকি রাজ্যগুলি হল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, দিল্লি, গোয়া, মধ্যপ্রদেশ, অসম এবং বিহার।

ওই বন্দিদের আইনজীবী কে, তাদের সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে কি না, তাদের মানসিক অবস্থার পরিচর্যা হচ্ছে কি না, ‘সলিটারি কনফাইনমেন্ট’এ তাদের কী ভাবে রাখা হয়েছে— এ সব বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে (কারা) ৮ মে-র মধ্যে সবিস্তার জানাতে হবে। দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিষয়টি নিয়ে সম্প্রতি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তার পর আদালত-বান্ধব গৌরব অগ্রবাল সম্প্রতি ওই রাজ্যগুলির সংশ্লিষ্ট আধিকারিককে চিঠি দিয়ে ফাঁসির আসামিদের মানবাধিকার লঙ্ঘন এবং কারা-বিধি না-মানার অভিযোগ সম্পর্কে জানতে চান। বিচারপতি এম বি লোকুর এবং বিচারপতি দীপক গুপ্তের বেঞ্চ জানিয়েছে, এই অভিযোগের মীমাংসা হওয়া প্রয়োজন। দেশ জুড়ে বিভিন্ন জেলে যেভাবে বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছে, সে বিষয়েও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। বিচারপতিদের কথায়, বন্দিদের পশুর মতো রাখা হয়েছে। এটা চলতে পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE