Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শীর্ষ আদালত রায়ে বিক্ষোভ ফিরল যন্তর মন্তরে

বিক্ষোভ আর প্রতিবাদ জানানোর কেন্দ্র হিসেবে ফের জায়গা ফিরে পেল রাজধানী দিল্লির যন্তর মন্তর ও বোট ক্লাব। দেশের শীর্ষ আদালত আজ জানিয়ে দিয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্রে ওই দু’টি জায়গায় চিরকালের জন্য বিক্ষোভ, মিছিল, সভা, জমায়েত আটকে দেওয়া সম্ভব নয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০২:৪১
Share: Save:

বিক্ষোভ আর প্রতিবাদ জানানোর কেন্দ্র হিসেবে ফের জায়গা ফিরে পেল রাজধানী দিল্লির যন্তর মন্তর ও বোট ক্লাব। দেশের শীর্ষ আদালত আজ জানিয়ে দিয়েছে, রাজধানীর প্রাণকেন্দ্রে ওই দু’টি জায়গায় চিরকালের জন্য বিক্ষোভ, মিছিল, সভা, জমায়েত আটকে দেওয়া সম্ভব নয়।

সংসদ ভবনের অদূরে যন্তর মন্তর বা ইন্ডিয়া গেটের পাশে বোট ক্লাব দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের জায়গা হিসেবে সুপরিচিত ছিল। কিন্তু মহানগরের প্রাণকেন্দ্র আটকে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বিতর্কও বহু পুরনো। ১৯৯০-এর দশকের গোড়ায় বোট ক্লাবে বিক্ষোভ দেখানো বন্ধ হয়। গত বছর জাতীয় পরিবেশ আদালত যন্তর মন্তরে বিক্ষোব প্রদর্শন নিষিদ্ধ করে। পরিবেশ আদালত বলে, রাজধানীর নাগরিকদের দূষণমুক্ত পরিবেশ দিতে ব্যর্থ হচ্ছে সরকার। মতপ্রকাশের স্বাধীনতার নামে তাঁদের দূষণের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।

এই রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে গিয়েছিল মজদুর কিসান শক্তি সংস্থান-সহ বেশ কয়েকটি সংগঠন। এ দিন বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়েছে, অসন্তোষ প্রকাশ করার জন্য বিক্ষোভ দেখানোর অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বিক্ষোভকারীদের মত ঠিক বা ভুল হতে পারে। তাঁদের সংখ্যা কম হতে পারে। কিন্তু গণতন্ত্রে তাঁদের এই অধিকার থাকবেই। বেঞ্চের মতে, বিক্ষোভের মাধ্যমেই মানুষ প্রশাসনের ভুলভ্রান্তি তুলে ধরতে পারেন। বিশেষত ভারতের মতো দেশে সমাজের প্রান্তিক শ্রেণির স্বার্থে বিক্ষোভের অধিকার বজায় থাকা বিশেষ প্রয়োজন। বিক্ষোভকারী এবং অন্য নাগরিকদের অধিকারের মধ্যে সামঞ্জস্য রাখতে প্রতিবাদ কর্মসূচি নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE