Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দেখামাত্র গুলি নয়, নির্দেশ সেনাবাহিনীকে

জনরোষ ঠেকাতে সেনাবাহিনীকে দেখামাত্র গুলি চালানোর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানায় জাঠ বিক্ষোভের সময় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেনাবাহিনীর হাতে ছাড়ার দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল।

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৪:১৯
Share: Save:

জনরোষ ঠেকাতে সেনাবাহিনীকে দেখামাত্র গুলি চালানোর অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানায় জাঠ বিক্ষোভের সময় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেনাবাহিনীর হাতে ছাড়ার দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জমা পড়েছিল। সোমবার সেই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, এমন নির্দেশ দেওয়া অসম্ভব। বিচারপতিদের পর্যবেক্ষণ, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে এ দেশের সেনার। এই ধরনের অবস্থা এমনিই তারা সামাল দিতে পারে। তাই পরিস্থিতির দোহাই দিয়ে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়ার কোনও প্রয়োজন নেই। উল্টে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিদের মতে, সেনাবাহিনীকে অবাধ ক্ষমতা দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে না এসে বরং কেন্দ্রকে প্রয়োজন মতো বেশি বাহিনী মোতায়েন করতে বলা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

supreme court army jath aggitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE