Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Srinagar

দ্বিতীয় বারের জন্যে কাশ্মীর এল ইইউ প্রতিনিধিদল, কাল বৈঠক লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে

এ দিন সকালেই এই প্রতিনিধিদলের একাংশকে ডাল লেকে অঞ্চলে ঘুরতে দেখা যায়। সংবাদসংস্থা সূত্রে খবর, পরে তাঁরা স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

ডাল লেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। ছবি: পিটিআই

ডাল লেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৯
Share: Save:

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের ২৫ টি দেশের প্রতিনিধি ভারতে এলেন। বুধবার দুপুরে তাঁরা শ্রীনগরে পা রাখেন। এই অভ্যাগতদের মধ্যে রয়েছেন, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি, পোলান্ড, নিউজিল্যান্ড, মেক্সিকো, আফগানিস্তান, অস্ট্রিয়া, উজবেকিস্তানের প্রতিনিধিরা।

এ দিন ইইউ প্রতিনিধিদলের একাংশকে ডাল লেকে অঞ্চলে ঘুরতে দেখা যায়। সংবাদসংস্থা সূত্রে খবর, পরে তাঁরা স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরেরে লেফটেন্যান্ট গভর্নর জিসি মূর্মূ ও অন্য প্রশসানিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

এই নিয়ে দ্বিতীয়বার কাশ্মীরে এলেন ২৩ জন সদস্যের বিদেশি প্রতিনিধিরা। গত বছর অক্টোবর মাসে ইউরোপীয়ান ইউনিয়নের একটি দল কাশ্মীরে আসেন। সফর শেষে দিল্লিতে মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখাও করেন তাঁরা।

আরও পড়ুন:চোরাই মালের তালিকা দিয়ে কিনে আনতে বলেছিল সিঁথি থানা! তদন্তে নতুন মোড়
আরও পড়ুন: গুজরাতে ৫০-৭০ লক্ষ লোকের জমায়েত হবে শুনে ঘাবড়ে গেলেন ট্রাম্প!

ওই প্রতিনিধি দলের সদস্য বাছাই ও তাঁদের আমন্ত্রণ জানানোর শর্ত নিয়ে সেই সময়ে তৈরি বিতর্ক হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন সূত্রে জানানো হয়, এই দলের ২৩ জন সদস্যের প্রত্যেকেই গোঁড়া দক্ষিণপন্থী দলের প্রতিনিধি। তাঁদের অনেকেই আবার ইউরোপীয় ইউনিয়নের ধারণারই বিরোধী, এমন কথাও ওঠে। বিরোধীরা বলতে শুরু করেন, দেশের সাংসদদের কাশ্মীরে ঢুকতে দেওয়া হল না। অথচ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মীর ঘুরিয়ে দেখানো হচ্ছে। এটা অন্যায়।

জানুয়ারি মাসেও ভারতে আসর কথা ছিল ইইউ প্রতিনিধি দলের। দু’দিনের সফর শেষ মুহূর্তে বাতিল। ভারত সরকারের নির্ধারিত সফরসূচিতে (গাইডেড ট্যুর) আপত্তি জানিয়েই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপত্যকায় আসা বাতিল করেন।তবে মার্কিন রাষ্ট্রদূত-সহ ১৫ জনের বিদেশি প্রতিনিধি দল সে সময়ে ভারতে এসেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EU Srinagar Article 370 Jammu and Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE