Advertisement
১৬ এপ্রিল ২০২৪

তৈরি ‘হিট লিস্ট’, অভিযান শুরু কাশ্মীরে

কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গিদের তালিকা তৈরি করে অভিযানে নামল বাহিনী। আজ পুলওয়ামায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানের সময়ে বাহিনী-জনতা সংঘর্ষে নিহত হয়েছেন ফয়াজ় আহমদ ওয়ানি নামে এক যুবক।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০০
Share: Save:

কাশ্মীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গিদের তালিকা তৈরি করে অভিযানে নামল বাহিনী। আজ পুলওয়ামায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানের সময়ে বাহিনী-জনতা সংঘর্ষে নিহত হয়েছেন ফয়াজ় আহমদ ওয়ানি নামে এক যুবক।

সূত্রের খবর, কাশ্মীরে বিশেষ সক্রিয় এমন ১৫ জন জঙ্গি নেতার নাম রয়েছে সেনার ‘হিট লিস্ট’-এ। নাম আছে জ়াকির মুসা, রিয়াজ় নায়কু এবং নবীন জাট ওরফে আবু হানজ়ালা।

এই তালিকার প্রায় শীর্ষে থাকা হিজবুল কম্যান্ডার রিয়াজ় নাইকুর মাথার দাম ধার্য হয়েছে ১২ লক্ষ টাকা। জঙ্গিদের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত বুরহান ওয়ানির হত্যার পরে হিজবুলে গুরুত্ব বাড়ে অবন্তীপোরার বাসিন্দা রিয়াজ়ের। জম্মু-কাশ্মীর পুলিশের কর্মী ও তাঁদের পরিজনদের সাম্প্রতিক অপহরণের পিছনে রিয়াজ়েরই হাত রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় কয়েক জন জঙ্গি নেতা আত্মগোপন করে আছে বলে গোপন সূত্রে খবর পায় বাহিনী। তাই আজ পুলওয়ামার ১২টি গ্রাম ঘিরে তল্লাশি অভিযানে নামে বাহিনী। অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন বাসিন্দাদের একাংশ। পাল্টা কাঁদানে গ্যাস ও ছররা ছোড়ে পুলিশ। তাতে ফয়াজ় আহমেদ ওয়ানি নামে এক যুবক নিহত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE