Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

টানা ৬ ঘণ্টার লড়াই, কাশ্মীরে সেনার গুলিতে হত জইশ প্রধান মাসুদ আজহারের ভাইপো

সেনা সূত্রে খবর, অভিযান চালানোর আগে আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। সেনা অভিযানের আঁচ পেয়েই গুলি চালাতে শুরু করে উসমান ও তাঁর সঙ্গী।

হত জঙ্গি মহম্মদ উসমান।

হত জঙ্গি মহম্মদ উসমান।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৪:২৩
Share: Save:

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের ভাইপো মহম্মদ উসমান। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের ত্রালে অভিযান চালায় সেনা। ত্রালের চাঙ্কিতার গ্রামের একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন উসমান-সহ দুই জঙ্গি।

সেনা সূত্রে খবর, অভিযান চালানোর আগে আশপাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। সেনা অভিযানের আঁচ পেয়েই গুলি চালাতে শুরু করে উসমান ও তাঁর সঙ্গী। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ৬ ঘণ্টা গুলির লড়াই চলে। সেই সময়ই নিহত হয় দুই জঙ্গি। এর পর নিরাপত্তারক্ষীরা পুরো বাড়িটি জ্বালিয়ে দেয়। জঙ্গিদের কাছ থেকে আমেরিকার তৈরি এম৪ কার্বাইন রাইফেল উদ্ধার হয়।গত দু’সপ্তাহ ধরে কাশ্মীরে জঙ্গিদের একটি স্নাইপারসেল বেশ সক্রিয় হয়ে উঠেছিল। সম্প্রতি কাশ্মীরে যে সব হামলা হয়েছে তার পিছনে এই সেলের হাত রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। মঙ্গলবার সংঘর্ষে নিহত দুই জঙ্গির কাছ থেকে যে ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে তাতে মনে করা হচ্ছে উসমান ও তাঁর সঙ্গী সেই স্নাইপার সেলেরই সদস্য।

মহম্মদ উসমান জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের ভাই ইব্রাহিমের ছেলে। মাসুদ আজহারের মুক্তির জন্য ১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমান অপহরণের অন্যতম চক্রী।

আরও পড়ুন: বিশ্বের উচ্চতম! সর্দার বল্লভভাই পটেলের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: আসনের থেকে বেশি টিকিট বিক্রি, বৈধ যাত্রী উঠতে পারলেন না বিমানে!

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorism Kashmir Jaish e Mohammad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE