Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

ভক্তদের হুড়োহুড়িতে মৃত্যু, শোক প্রকাশ শাহরুখের

ফিল্মের প্রচারের জন্য ট্রেনযাত্রা যে এতটা মর্মান্তিক হয়ে উঠবে তা ভাবতেও পারছেন না শাহরুখ খান। গত সোমবার ভডোদরা স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করলেন শাহরুখ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ১৮:৪১
Share: Save:

ফিল্মের প্রচারের জন্য ট্রেনযাত্রা যে এতটা মর্মান্তিক হয়ে উঠবে তা ভাবতেও পারছেন না শাহরুখ খান। গত সোমবার ভডোদরা স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করলেন শাহরুখ। অভিযোগ, শাহরুখ ভক্তদের ভিড়ের চাপেই মৃত্যু হয় ৪৫ বছরের ফারহিদ খান পাঠান নামে এক ব্যক্তির। এই ঘটনায় শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। পাশাপাশি, এতে রেলের গাফিলতির তত্ত্বও উঠে আসছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

আরও পড়ুন

পুলিশি ‘হামলা’র একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায়, উত্তাল চেন্নাই

ফারহিদের মৃত্যুর খবর জানার পর শাহরুখ এ দিন বলেন, “এটা সত্যিই খুব দুঃখজনক ঘটনা। ওঁর পরিবারকে সমবেদনা জানাই।” ৫১ বছরের অভিনেতা আরও বলেন, “গোটা সফরে সকলেই বেশ আনন্দেই ছিলেন। তবে এখন আমাদের খুব খারাপ লাগছে।” তবে তাতেও সমালোচনার হাত থেকে রেহাই পাননি শাহরুখ। শাহরুখের সমালোচনা করতে গিয়ে বির্তকিত মন্তব্য করে বসেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, “ফিল্মের প্রচারের জন্যই সাধারণ মানুষজন দুর্ভোগে পড়েছে।”

আরও পড়ুন

সোভিয়েতের ফোনে আড়ি পাততে বার্লিনে মার্কিন সুড়ঙ্গ! জানাল সিআইএ

গত কাল ‘রইস’-এর প্রচারে যান শাহরুখ-সহ ফিল্মের পরিচালক রাহুল ঢোলাকিয়া ও প্রযোজক রীতেশ সিধওয়ানি। ‘রইস রেলযাত্রা’ নামে ওই প্রচারে অগস্ত ক্রান্তি এক্সপ্রেসে চড়ে মুম্বই থেকে দিল্লিতে শাহরুখ যান। প্রচারের অঙ্গ হিসেবেই সকাল সাড়ে ১০টা নাগাদ গুজরাতের ভডোদরা স্টেশনে নামেন তিনি। তাঁকে দেখতে স্টেশনে ভিড়ের ঢল নামে। স্ত্রী-মেয়েকে নিয়ে সে সময় ওই স্টেশনে এক আত্মীয়কে আনতে গিয়েছিলেন ফারহিদ খান পাঠানও। শাহরুখ ভক্তদের ভিড়ের মাঝে আটকে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শাহরুখ ভক্তদের সামলাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আতঙ্কিত হয়ে অনেকেই ছোটাছুটি শুরু করেন। তাতেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। অভিযোগ, ভিড়ের চাপ সহ্য না করতে পেরেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ফারহিদ। রেল পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, ফিল্ম প্রচারের জন্য আগে থেকেই অনুমতি নিয়েছিলেন শাহরুখরা। তবে অপরিসর স্টেশনে যে এতটা ভিড় হবে তা বোধহয় আন্দাজ করতে পারেননি কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE