Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sakshi Dhoni

‘প্রাণ সংশয় রয়েছে’, বন্দুকের লাইসেন্স চাইছেন ধোনির স্ত্রী

এত নিরাপত্তার পরেও কেন বন্দুক চাইছেন সাক্ষী? রাঁচীর ম্যাজিস্ট্রেটের কাছে বন্দুকের জন্য আবেদন করে সাক্ষী জানিয়েছেন, বেশিরভাগ সময় তিনি বাড়িতে একাই থাকেন। ব্যক্তিগত কারণে কাজের জন্য তাঁকে একা ঘুরতে হয়।নিরাপত্তার অভাব থাকায় তাঁর অবিলম্বে বন্দুক দরকার।

নিরাপত্তার জন্য বন্দুক চাইছেন সাক্ষী। ছবি: ফেসবুক।

নিরাপত্তার জন্য বন্দুক চাইছেন সাক্ষী। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ১৬:১০
Share: Save:

প্রাণসংশয়ে ভুগছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী। নিরাপত্তাহীনতা এতটাই প্রবল যে তিনি বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছেন।

ব্যাট হাতে যিনি ভারতকে জিতিয়েছেন অসংখ্যবার সেই ধোনির জন্য রয়েছে ‘ওয়াই ক্যাটাগরি’ নিরাপত্তা। ঝাড়খণ্ডের রাঁচীতে তাঁর বাড়িতে চব্বিশ ঘণ্টাই রয়েছে কড়া নিরাপত্তা। তার উপর বিশেয ক্ষেত্রে সেই নিরাপত্তাবেষ্টনী জোরদার করা হয় আরও। যেমন ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে পরাজয়ের পর সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল।

আর এখানেই প্রশ্ন। এত নিরাপত্তার পরেও কেন বন্দুক চাইছেন সাক্ষী? রাঁচীর ম্যাজিস্ট্রেটের কাছে বন্দুকের জন্য আবেদন করে সাক্ষী জানিয়েছেন, বেশিরভাগ সময় তিনি বাড়িতে একাই থাকেন। ব্যক্তিগত কারণে কাজের জন্য তাঁকে একা ঘুরতে হয়।নিরাপত্তার অভাব থাকায় তাঁর অবিলম্বে বন্দুক দরকার।

আরও খবর: ধর্ষণের অভিযোগে ‘গডম্যান’ দাতি মহারাজকে সাত ঘণ্টার জেরা

আরও খবর: এক রাতেই ইঁদুরে সাবাড় করল এটিএমের ১২ লক্ষ টাকা!

২০১০ সালে বন্দুকের লাইসেন্স পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ বার বোধহয় তাঁর স্ত্রী-র পালা। জানা গিয়েছে, রাঁচী ম্যাজিস্ট্রেটের কাছে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন সাক্ষী। তাঁর বিরুদ্ধে কোনও ফোজদারি মামলা না থাকায়, লাইসেন্স পেতে তেমন সমস্যা হবে না বলেই একাংশের ধারণা। জানা গিয়েছে, লাইসেন্স পেলে হয় পিস্তল, নইলে ০.৩২ রিভলভার কিনবেন সাক্ষী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sakshi Dhoni MS Dhoni gun license
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE