Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

আদালতে অনিল দোষী সাব্যস্ত হতেই হু হু করে পড়ল রিলায়্যান্স গ্রুপের শেয়ার

বম্বে স্টক এক্সচেঞ্জে(বিএসই) রিলায়্যান্স কমিউনিকেশনস(আর কম)-এর শেয়ার ৯.৪৬ শতাংশ পড়ে দাঁড়ায় শেয়ারপিছু ৫.৪৫ টাকা। রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার ৮.৭৫ শতাংশ পড়ে হয় ১১১.৫০ টাকা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০১
Share: Save:

একেই গলায় কাঁটা হয়ে বিঁধে রয়েছে রাফাল, তার উপর আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়ে রীতিমতো বিপাকে অনিল অম্বানী। সুপ্রিম কোর্টে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হু হু করে পড়ে যায় রিলায়্যান্স গ্রুপের সব ক’টি শেয়ার।

বম্বে স্টক এক্সচেঞ্জে(বিএসই) রিলায়্যান্স কমিউনিকেশনস(আর কম)-এর শেয়ার ৯.৪৬ শতাংশ পড়ে দাঁড়ায় শেয়ারপিছু ৫.৪৫ টাকা। রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার ৮.৭৫ শতাংশ পড়ে হয় ১১১.৫০ টাকা। রিলায়্যান্স ক্যাপিটাল ১০.২৬ শতাংশ পড়ে দাঁড়ায় ১৩৫.৯৫, রিলায়্যান্স পাওয়ার ৫.৫৩ শতাংশ পড়ে হয় ১০.২৫ টাকা। রিলায়্যান্স ন্যাভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৮.৫৬ শতাংশ পড়ে হয় ৮.২২ টাকা এবং রিলায়্যান্স হোম ফিন্যান্স এক লাফে ৪.২৬ শতাংশ পড়ে হয় ২৪.৭০ টাকা।

বুধবার সুপ্রিম কোর্টে ওঠে এরিকসন-রিলায়্যান্স মামলাটি। অনিল অম্বানীকে চার সপ্তাহের মধ্যে সুইডিশ টেলিকম সংস্থা এরিকসনের বকেয়া সাড়ে চারশো কোটি টাকা মিটিয়ে দিতে নির্দেশ দেয় আদালত। যদি সেই বকেয়া না মেটান তিনি তা হলে তিন মাসের জেল খাটতেও হতে পারে বলে আদালত হুঁশিয়ারি দেয়।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত অনিল অম্বানী, ৪৫০ কোটি না মেটালে জেল, বলল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে ভারতীয় বায়ুসেনার ‘উইংম্যান’ ড্রোন

২০১৮-র ২৩ অক্টোবর আদালত নির্দেশ দিয়েছিল ওই বছরেরই ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা এরিকসনকে মিটিয়ে দিতে। কিন্তু তার পরেও টাকা মেটায়নি অনিলের সংস্থা। তার পরই এ দিন চরম হুঁশিয়ারি দিল শীর্ষ আদালত। ২০১৪-য় এরিকসনের সঙ্গে সাত বছরের চুক্তি হয়েছিল আর কম-এর। বকেয়া ৫৫০ কোটি টাকা না মেটানোর অভিযোগ তুলে ২০১৮-য় সুপ্রিম কোর্টে মামলা করে এরিকসন।

বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের অভিযোগ, রাফাল বরাত পেতে অনিল অম্বানীকে সুবিধা পাইয়ে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু কেন্দ্র সরকার এবং অনিল নিজে বিরোধীদের সেই অভিযোগকে খারিজ করে দিয়েছে। রাফাল মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এই মামলা নিয়ে এমনিতেই বেশ অস্বস্তিতে অনিল। তার উপর এরিকসনের মামলা তাঁকে আরও বিপাকে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Relianace Anil Ambani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE