Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

সিনেমার অংশ হলে জাতীয় সঙ্গীতে দাঁড়াতে হবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সিনেমা হলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয়। জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। কোনও সিনেমার অঙ্গ হিসেবে যদি জাতীয় সঙ্গীত বাজে, তা হলে উঠে দাঁড়ানোর প্রয়োজনও নেই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ কথাও বলল।

সুপ্রিম কোর্টের এই রায় কি কিছুটা কমাতে পারবে জটিলতা? —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের এই রায় কি কিছুটা কমাতে পারবে জটিলতা? —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:০২
Share: Save:

সিনেমা হলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয়। জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। কোনও সিনেমার অঙ্গ হিসেবে যদি জাতীয় সঙ্গীত বাজে, তা হলে উঠে দাঁড়ানোর প্রয়োজনও নেই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ কথাও বলল।

জাতীয় সঙ্গীতকে কী ভাবে সম্মান জানানো উচিত এবং কোন কোন আচরণকে জাতীয় সঙ্গীতের অবমাননা হিসেবে ধরা হবে, তা নিয়ে সম্প্রতি দেশজোড়া বিতর্ক হয়েছে। সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতেই এই বিতর্কের সূত্রপাত। দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে এবং পর্দায় সে সময় জাতীয় পতাকা দেখাতে হবে। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতে হবে বলেও বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই থেকেই বিতর্কের সূত্রপাত।

সিনেমার অঙ্গ হিসেবে যদি জাতীয় সঙ্গীত বাজানো হয়, তা হলে উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। এমনও জানিয়েছে সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

সিনেমা দেখতে গিয়ে কেন দেশপ্রেমের পরিচয় দিতে হবে, সেই প্রশ্ন তুলে অনেকে এই রায়ের বিরোধিতা করতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্তে তা নিয়ে গোলমাল শুরু হয়। জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোয় হেনস্থার শিকার হওয়ার খবর আসতে শুরু করে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে। কোথাও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষই দর্শককে বাইরে বার করে দেন, কোথাও অন্য দর্শকদের হাতে হেনস্থার শিকার হতে হয় উঠে না দাঁড়ানো দর্শককে, কোথাও আবার গ্রেফতারও হতে হয়। জাতীয় সঙ্গীত না গাওয়ার জেরেও অনেককে হেনস্থার মুখে পড়তে হয়।

আরও পড়ুন: পাকিস্তান প্রশ্নে ওয়াশিংটনের কড়া মনোভাবে খুশি নয়াদিল্লি

হিন্দু জনসংখ্যা কমছে ভারতে, টুইট রিজিজুর, তীব্র বিতর্ক দেশ জুড়ে

জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানোর কথা সংবিধানে লেখা রয়েছে। কিছু আচরণ বিধিও সেখানে উল্লিখিত রয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীত চললে উঠে দাঁড়ানো বাধ্যতামূলক এবং না দাঁড়ালে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে, এমন কোনও কথা সংবিধানে বলা নেই। তাই প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার রায়কে কেন্দ্র করে বিস্তর জটিলতার সৃষ্টি হয়। সুপ্রিম কোর্ট মঙ্গলবার যে রায় দিল, তাতে সেই জটিলতা কিছুটা কমতে পারে। জাতীয় সঙ্গীত চলাকালীন প্রেক্ষাগৃহে উপস্থিত প্রত্যেককে তা গাইতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সিনেমার অঙ্গ হিসেবে যদি জাতীয় সঙ্গীত শোনানো হয়, তা হলে উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই বলেও সর্বোচ্চ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের জেরে জাতীয় সঙ্গীত সম্পর্কে যে কঠোর বাধ্যবাধকতার ধারণা জনমানসে চারিয়ে গিয়েছিল, এ দিনের রায়ের ফলে সেই ধারণা কিছুটা শিথিল হতে পারে বলে আইনজ্ঞরা মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court National Anthem Cinema Halls
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE