Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

লাচেনে তুষারপাত, বেজায় খুশি পর্যটকরা

কনকনে ঠান্ডা তো ছিলই, শনিবার সকাল হতেই আবহাওয়াটা একদম বদলে যায়।

সিকিমের লাচেনে তুষারপাত। শনিবার।

সিকিমের লাচেনে তুষারপাত। শনিবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:৪২
Share: Save:

পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। ফলে এক ঝটকায় তাপমাত্রা অনেকটাই নেমে যায় সিকিমের ছোট্ট শৈলশহর লাচেনে।

কনকনে ঠান্ডা তো ছিলই, শনিবার সকাল হতেই আবহাওয়াটা একদম বদলে যায়। একটু বরফের আশায় যে সব পর্যটকরা হাপিত্যেশ করছিলেন, লাচেন কিন্তু এ দিন তাঁদের নিরাশ করেনি।

এ দিন সকাল থেকেই শুরু হয় তুষারপাত। রাস্তাঘাট সব বরফের চাদরে ঢেকে যায়। উত্তর-পূর্ব সিকিমের লাচেনে তুষারপাত নতুন কোনও ছবি নয়। বরফের টানেই পশ্চিমবঙ্গ তো বটেই, দেশ-বিদেশ থেকেও পর্যটকরা তিব্বত সীমান্তের লাগোয়া ওই ছোট্ট শৈলশহরটিতে ছুটে যান। কিন্তু এই মার্চ মাসে তুষারপাত হওয়াটা পর্যটকদের কাছে অনেকটা যেন মেঘ না চাইতে জলের মতোই! শৈলশহরে ঘুরতে আসা পর্যটকরা এ দিনের একটা মনোরম পরিবেশ পেয়ে বেজায় খুশি।

আরও পড়ুন: ইভিএম ছেড়ে পেপার ব্যালটে ফেরার দাবি তুলল কংগ্রেস

আরও পড়ুন: ৫ পয়সায় মিলবে ১ লিটার জল! জানালেন গডকড়ী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE