Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুষমার এক টুইটে সাহায্যের শত হাত

ভিসা-পাসপোর্টের সমস্যাই শুধু নয়, তাঁর কাছে সাহায্য চাইলে কাউকেই নিরাশ করেননি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বরং নিজের চেষ্টায় যে ভাবে বার বার ত্রাতার ভূমিকা পালন করেছেন তিনি। তাই এ বার যখন তাঁকে সাহায্য করার সুযোগ এসেছে, তখন পিছপা হচ্ছেন না অনেকেই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০৪:১২
Share: Save:

ভিসা-পাসপোর্টের সমস্যাই শুধু নয়, তাঁর কাছে সাহায্য চাইলে কাউকেই নিরাশ করেননি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বরং নিজের চেষ্টায় যে ভাবে বার বার ত্রাতার ভূমিকা পালন করেছেন তিনি। তাই এ বার যখন তাঁকে সাহায্য করার সুযোগ এসেছে, তখন পিছপা হচ্ছেন না অনেকেই।

সম্প্রতি কিডনির সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন সুষমা। ডায়ালিসিস চলছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। পরে মন্ত্রী নিজে টুইট করে বলেন, ‘‘কিডনি প্রতিস্থাপনের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। ভগবান কৃষ্ণই দেখে রাখবেন।’’ বুধবার দুপুরে এই টুইট করার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে সাড়া মিলতে থাকে। মন্ত্রীকে স্বেচ্ছায় কিডনি দিতে চান— এ কথা জানিয়ে মোবাইল নম্বর-সহ আবেদন আসতে থাকে বিভিন্ন রাজ্য থেকে।

এঁদের মধ্যেই এক জন জম্মুর ২৪ বছরের ইঞ্জিনিয়ার খেমরাজ শর্মা। টুইটারে তাঁর মোবাইল নম্বর দেখে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কোনও ভেদাভেদ না করে বিদেশমন্ত্রী যে ভাবে সবাইকে সাহায্য করেছেন, তা দেখে আমি অনুপ্রাণিত। তাই তাঁকে সাহায্য করার কোনও সুযোগ ছাড়তে চাই না।’’ স্বেচ্ছায় কিডনি দিতে চাওয়াদের তালিকায় নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির সাংসদ রায়াপতি সম্ভাশিবা রাওয়েরও। বিদেশমন্ত্রীকে চিঠি লিখে কিডনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এইমসের এক কর্তা জানান, বৃহস্পতিবার তাঁর মোবাইলে প্রথম ফোনটি আসে সকাল সাড়ে ৭টায়। তিনি বলেন, ‘‘সারাদিনে অন্ততপক্ষে ৪০টি ফোন পেয়েছি। সবার একই প্রশ্ন—মন্ত্রীকে কিডনি দেওয়ার প্রক্রিয়া কী, জানালে ভাল হয়।’’ ওই কর্তা জানান, বিভিন্ন রাজ্য থেকেই কেউ না কেউ ফোন করছিলেন। তবে সব চেয়ে বেশি ফোন এসেছে উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব এবং হরিয়ানা থেকে।

টুইটের পর কেটে গিয়েছে প্রায় দু’দিন। ভগবান কৃষ্ণ সাড়া দিয়েছেন কি না, জানা নেই। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকশো অনুরাগীর কিডনি দিতে চাওয়া বা তাঁর আরোগ্য কামনা করে মেসেজ করা, মন্ত্রীকে ভীষণ ভাবে ছুঁয়ে গিয়েছে। তাঁদের ‘বন্ধু’ বলে সম্বোধন করে সুষমার টুইট, ‘‘সবাইকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার কাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushma Swaraj Tweet Kidney failure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE