Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তামিলনাড়ুতে মোদী, টুইট-যুদ্ধ চলছেই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিলনাড়ু সফর ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। টুইটারে যে ভাবে হ্যাশট্যাগ ‘গোব্যাকমোদী’ ট্রেন্ড শুরু হয়েছে, তাতে রীতিমতো বিড়ম্বনায় প্রধানমন্ত্রী এবং বিজেপি। মাদুরাইয়ে আজ এইমসের শিলান্যাস করেন মোদী।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০১:১২
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিলনাড়ু সফর ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। টুইটারে যে ভাবে হ্যাশট্যাগ ‘গোব্যাকমোদী’ ট্রেন্ড শুরু হয়েছে, তাতে রীতিমতো বিড়ম্বনায় প্রধানমন্ত্রী এবং বিজেপি। মাদুরাইয়ে আজ এইমসের শিলান্যাস করেন মোদী।

গত বছর সাইক্লোন ‘গজ’-এর দাপটে প্রবল ক্ষতি হয়েছিল মাদুরাইয়ের। তিন লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় বিপর্যয়ের পরে মোদী একবারের জন্যও দুর্গত এলাকায় যাননি। টুইটারে সেই ক্ষোভেই বহিঃপ্রকাশ।

টুইটারে দেওয়া একটি কার্টুনে প্রয়াত দক্ষিণী নেতা ই ভি আর পেরিয়ার বলছেন, ‘গোব্যাকমোদী’। কার্টুনটির চার পাশে তামিলনাড়ুর মানচিত্র। আর একটি টুইটে, কপ্টার থেকে নামিয়ে দেওয়া মইয়ের দিকে দৌড়চ্ছেন গেরুয়া জ্যাকেট পরিহিত মোদী। কার্টুনটির বক্তব্য, তামিলনাড়ুর জনরোষ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পালাচ্ছেন। শুধু প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই নয়, তুতিকোরিনে স্টারলাইট বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় মোদীর মৌনী থাকায় ক্ষোভ রয়েছে তামিলনাড়ুর একটা বড় অংশের। এ ছাড়াও কাবেরী জলবণ্টন নিয়ে কর্নাটকের প্রতি কেন্দ্রের নরম মনোভাবকেও ভাল ভাবে নেননি তামিলনাড়ুর মানুষ। তবে মাদুরাইয়ে এইমস তৈরির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে।

ডিএমকের মুখপাত্র এ সারাভানন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা কোনও টুইট করিনি।’’ তামিলনাড়ু বিজেপির মুখপাত্র তিরুপতি নারায়ণনের অভিযোগ, ‘‘অনলাইনের কয়েকটি গ্রুপকে টাকা দিয়ে এই সব করানো হচ্ছে।’’

বিরোধীরা জোট বাঁধায় তিনি যে অস্বস্তিতে তা আজ আবার সামনে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য। মাদুরাইয়ে এক জনসভায় মোদী বলেছেন, ‘‘চৌকিদারকে তাড়াতেই বিরোধীরা একজোট হচ্ছে।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, জেনারেল ক্যাটেগরিতে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত, চালু থাকা সংরক্ষণ ব্যবস্থাকে কোনও ভাবেই প্রভাবিত করবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Tamil Nadu Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE