Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শশীর ভুলে সরগরম নেট দুনিয়া

শশী লিখেছেন, নেহরু-ইন্দিরাকে উচ্চগ্রামের জনস‌ংযোগ, মিডিয়ার প্রচার, অনাবাসীদের জড়ো করার পথ নিতে হয়নি। তাঁরা স্বতঃস্ফূর্ত অভিবাদন পেয়েছেন।

শশী তারুর।

শশী তারুর।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩
Share: Save:

ভাল করতে গিয়ে কি মন্দ হল! কংগ্রেস নেতা শশী তারুরের টুইট ঘিরে এখন এই কথাটাই আলোচনা হচ্ছে কংগ্রেসের অন্দরে। ‘হাউডি মোদী’ নিয়ে বিজেপির প্রচারের পাল্টা দিতে গিয়ে জওহরলাল নেহরু আর ইন্দিরা গাঁধীর বিদেশ সফরের একটি ছবি টুইটারে দিয়েছেন শশী। তাতে দেখা যাচ্ছে, হুডখোলা গাড়িতে হাত নাড়ছেন ইন্দিরা। দু’পাশে উচ্ছ্বসিত জনতার ভিড়। শশী প্রথমত ইন্দিরাকে লিখেছেন ইন্ডিয়া। অর্থাৎ ইংরেজিতে ‘আর’ বাদ গিয়েছে। তার পর তিনি দাবি করেছেন, ছবিটি ১৯৫৪ সালে মার্কিন সফরের। কিন্তু নেটিজেনরা তথ্য ঘেঁটে দাবি করছেন, এ ছবি ১৯৫৬ সালে মস্কোতে।

শশী লিখেছেন, নেহরু-ইন্দিরাকে উচ্চগ্রামের জনস‌ংযোগ, মিডিয়ার প্রচার, অনাবাসীদের জড়ো করার পথ নিতে হয়নি। তাঁরা স্বতঃস্ফূর্ত অভিবাদন পেয়েছেন। তাঁর এই দাবি নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের বক্তব্য, হুডখোলা গাড়িতে হাত নাড়তে নাড়তে যাওয়ার কর্মসূচি পরিকল্পিত জনসংযোগ কর্মসূচি হতে বাধ্য। নইলে নিরাপত্তার ব্যবস্থা করা যায় না।

শশী এর পরে আরও একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘‘শুনছি, ছবিটা সোভিয়েত রাশিয়ার। যদি তা হয়ও, তাতেও প্রাক্তন প্রধানমন্ত্রীরাও যে বিপুল অভিনন্দন পেয়েছেন, সেই সত্যটা তাতে বদলে যাচ্ছে না।’’ রাতে তিনি ফের একটি ছবি শেয়ার করেন। সেটি তাঁর দাবি, ১৯৪৯ সালের উইসকন্সিন বিশ্ববিদ্যালয়ের। সেখানে নেহরুর বক্তৃতা শুনতে ভিড় জমিয়েছেন পড়ুয়ারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Social Media Shashi Tharoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE