Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বর্ষ-সারণি: ২০১৯-এর কিছু সাড়া জাগানো ঘটনা

বিদায় ২০১৯। স্বাগত ২০২০। পেরিয়ে আসা বছরে এমন অনেক কিছু ঘটে গিয়েছে যার রেশ আমাদের মনে থেকে যাবে বহু দিন।  রাজনীতি থেকে বিজ্ঞান, খেলা থেকে পরিবেশ— বছরভর ঘটে যাওয়া তেমনই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নিন এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৬:০০
Share: Save:

বিদায় ২০১৯। স্বাগত ২০২০। পেরিয়ে আসা বছরে এমন অনেক কিছু ঘটে গিয়েছে যার রেশ আমাদের মনে থেকে যাবে বহু দিন। রাজনীতি থেকে বিজ্ঞান, খেলা থেকে পরিবেশ— বছরভর ঘটে যাওয়া তেমনই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নিন এক নজরে।

দেশ

২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের রায় দিয়ে শুরু। শীর্ষ আদালতের তদারকিতে তৈরি অসমের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ ১৯ লক্ষ। যার মধ্যে ১২ লক্ষই হিন্দু! জুড়ল নাগরিকত্ব সংশোধনী বিতর্ক। বিল পাশ সংসদের দু’কক্ষেই। সিএএ-তে বলা হল, শরণার্থী মুসলিমেরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।

সংবিধান অবমাননার অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ। বিক্ষোভ ঠেকাতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল, গুলিও। জামিয়া আর আলিগড়ে ঢুকে পড়ুয়া পেটাল পুলিশ। ভয় ভুলে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় ‘ভারত উদয়’। পথে মমতা বন্দ্যোপাধ্যায়ও। চাপে বিজেপি। জুড়ল ঝাড়খণ্ডে ভোটের মার। এরই মধ্যে তবু এনপিআর, জাতীয় জনসংখ্যা রেজিস্টার।

১ রাজ্য ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিশেষ মর্যাদা বাতিল-সহ নানা কারণে বছরভর শিরোনামে কাশ্মীর। ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হানায় হত ৪০ জওয়ান। দু’সপ্তাহের মাথায় পাকিস্তানের বালাকোটে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার।

কাশ্মীরে পাল্টা হামলা। পাক সেনার হাতে বন্দি ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। তিনি মুক্তি পেয়ে ভারতে ফেরার আড়াই মাসের মাথায় ফের ক্ষমতায় ফিরলেন নরেন্দ্র মোদী। অগস্টে খারিজ ৩৭০।

৪১ জনের মৃত্যু ভারত ও বাংলাদেশে। আয়লার স্মৃতি উস্কে দিয়ে তাণ্ডব ঘূর্ণিঝড় বুলবুলের। ব্যাপক ক্ষতি পুরী-সহ ওড়িশার বিস্তীর্ণ এলাকার। পশ্চিমবঙ্গে ক্ষতি ২৩ হাজার কোটি টাকার।

৪৬তম ভারতরত্ন হলেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮ অগস্ট তাঁর হাতে তুলে দেওয়া হল দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান।

১২ শতাংশ গাড়ি বিক্রি কমল নভেম্বরেও। কিন্তু কেন? ইন্দিরা গাঁধীর পরে দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যুক্তি, ‘‘নতুন প্রজন্ম ওলা, উব্‌র, মেট্রো ব্যবহারই বেশি পছন্দ করছে।’’ নভেম্বরেই দেড়শো ছুঁল পেঁয়াজ। ‘নিরুদ্বেগ’ মন্ত্রী তখন বললেন, ‘‘আমি যে-পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজের চল নেই।’’ মন্দার বাজারে বরং গরুর দুধে সোনা খুঁজে ‘হাল ফেরালেন’ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

২ বাঙালির দাদাগিরি। অর্থনীতিতে নোবেল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

১৭ শাসক বিধায়কের বিদ্রোহ। ১৪ মাসের কুমারস্বামী সরকারের পতন কর্নাটকে। চতুর্থ বার মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

৩০ মাস পরে সুবিচার পেলেন উন্নাওয়ের ধর্ষিতা। নির্ভয়া কাণ্ডের সপ্তম বর্ষপূর্তির দিনেই দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। হায়দরবাদের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত চার জনের পুলিশি ‘এনকাউন্টারে’ মৃত্যু নিয়ে বিতর্ক।

৫৫ বছরের দুধ-ব্যবসায়ী পহেলু খানকে ‌রাজস্থানে বেধড়ক মার গোরক্ষক বাহিনীর। বাঁচেননি পহেলু। দু’বছর আগের সেই মামলায় সন্দেহের অবকাশে ৬ অভিযুক্তকেই রেহাই দিল আদালত। ঝাড়খণ্ডের যুবক তবরেজ আনসারিকে গণপ্রহারে অভিযুক্ত ১১ জনও জামিন পেয়ে গেল।

৯৩ হাজার ‘লাইক’ পড়ল জ়োম্যাটোর ‘খাবারের ধর্ম নেই, খাবারই ধর্ম’ টুইটে। অ-হিন্দু ‘ডেলিভারি বয়’ বলে অর্ডার বাতিল করতে চেয়েছিলেন জবলপুরের অমিত শুক্ল। তাঁকে এটাই ছিল জ়োম্যাটোর উত্তর।

৫৫০ নম্বর নেভাল এয়ার স্কোয়াড্রনের সদস্য, ২৪ বছরের বিহারের তরুণী শিবাঙ্গী স্বরূপের স্বপ্নের ডানায় ভর করেই প্রথম মহিলা পাইলট পেল ভারতীয় নৌসেনা।

৭৯ এপিসোড-এর ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ রিয়্যালিটি শো করেছেন এর আগে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো সহ-সঞ্চালক পাননি, বলেছিলেন ব্রিটিশ সঞ্চালক বেয়ার গ্রিলস। উত্তরাখণ্ডের জিম করবেটে মোদী যখন শুটিং করছিলেন, তখনই হামলা হয়েছিল পুলওয়ামায়।

১০৬ দিন পরে সুপ্রিম কোর্টে জামিন পেলেন পি চিদম্বরম। আইএনএক্স মামলায় অগস্টে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী।

৫০ লক্ষ ভক্ত সমাগম প্রতি বছর হয় যেখানে, কেরলের সেই শবরীমালা মন্দিরে ঋতুযোগ্য মহিলাদের প্রবেশাধিকারের রায় পুনর্বিবেচনার সব আর্জি সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট।

৬৮ শতাংশ, সাত বছরের রেকর্ড ভোট পড়ল জেএনইউয়ের ছাত্রভোটে। ফলপ্রকাশের পরে দেখা গেল— লাল জোয়ার! ছাত্র সংসদের সভানেত্রীর পদে বঙ্গতনয়া ঐশী ঘোষ।

৩৬০ পাতার ইংরেজি নিবন্ধ সঙ্কলন ‘অ্যান এরা অব ডার্কনেস’-এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। বাংলায় সম্মানিত প্রাবন্ধিক-অনুবাদক চিন্ময় গুহ।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

রাজ্য

১৮ আসনে উনিশের গেরুয়া ঝড় দেখল পশ্চিমবঙ্গও। বামেরা শূন্য। মিমি-নুসরতকে নিয়ে তৃণমূলের তারকা ব্রিগেড অবশ্য অক্ষুণ্ণই। ৩০৩টি আসন পেয়ে ফের কেন্দ্রে সরকার গড়ল বিজেপি।

৬০ দিন আগে রাজভবনে আসা জগদীপ ধনখড় হঠাৎই যাদবপুরে। সে-রাতে ‘রণক্ষেত্র’ থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে আনা থেকে শুরু করে কার্নিভালে ‘অপমান’— মমতা-ধনখড় সংঘাত গড়াল নাগরিকত্ব আইন বিতর্কেও। বছরশেষে ফের শিরোনামে যাদবপুর। আচার্য ধনখড়কে এড়িয়েই সমাবর্তন। পদক নিতে উঠে মঞ্চে সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ ছাত্রীর।

১৪ অগস্ট বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে ভাইফোঁটা নিতে ‘দিদি’র কালীঘাটের বাড়িতে হাজির ‘কানন’।

১৬১ জনের সমস্যার সমাধান হয়ে গেল এক মাসেই। ২৯ জুলাই নজরুল মঞ্চে যাত্রা শুরু করেছিল ‘দিদিকে বলো’। মুখ্যমন্ত্রী বললেন, বছরভর মানুষের সাড়া যা পেয়েছেন, তা অভূতপূর্ব।

২৩ দলের প্রতিনিধি মমতার ধর্নামঞ্চে। দেশের সংবিধান ও গণতন্ত্র ‘রক্ষা’র দাবিতে এবং পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ফেব্রুয়ারি মাসে তিন দিন ধর্নায় তৃণমূল নেত্রী। সারদা কেলেঙ্কারির তদন্তে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে বছরভর চেষ্টা চালিয়ে গেল সিবিআই।

৬০ দিন আগে রাজভবনে আসা জগদীপ ধনখড় হঠাৎই যাদবপুরে। সে-রাতে ‘রণক্ষেত্র’ থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করে আনা থেকে শুরু করে কার্নিভালে ‘অপমান’— মমতা-ধনখড় সংঘাত গড়াল নাগরিকত্ব আইন বিতর্কেও। বছরশেষে ফের শিরোনামে যাদবপুর। আচার্য ধনখড়কে এড়িয়েই সমাবর্তন। পদক নিতে উঠে মঞ্চে সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ ছাত্রীর।

১০৮ র‌্যাঙ্কিং ছিল সর্বভারতীয় পরীক্ষায়। রোগী-মৃত্যু নিয়ে এনআরএসে হাঙ্গামার জেরে প্রাণটাই যেতে বসেছিল জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের। মারের চোটে তাঁর খুলির হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গিয়েছিল। প্রতিবাদে শামিল হয় গোটা রাজ্যের বেশির ভাগ সরকারি, বেসরকারি হাসপাতাল। দুর্ভোগ চরমে ওঠে রোগীদের।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

বিদেশ

৮ বিস্ফোরণ এক দিনে। ২১ এপ্রিল ইস্টার রবিবারে শ্রীলঙ্কায় তিনটি গির্জা আর তিনটি পাঁচতারা হোটেলে হামলায় হত দুই শতাধিক। তার মধ্যে চার ভারতীয়।

৯ সেপ্টেম্বর চালু হল বহু প্রতীক্ষিত করতারপুর করিডর। করতারপুরের দরবার সাহিব ও পঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানককে যুক্ত করেছে সাড়ে চার কিলোমিটারের করিডর। প্রথম দফায় পাঁচশোর বেশি পুণ্যার্থী ভারত থেকে দরবার সাহিবে গেলেন।

১০ ডাউনিং স্ট্রিটে ফিরলেন কনজ়ারভেটিভ নেতা বরিস জনসন, ফলে নিশ্চিত, ৩১ জানুয়ারিই ইইউ ছাড়ছে ব্রিটেন। বছরভর ব্রেক্সিট নিয়ে টানাপড়েন চলেছে। জুলাইয়ে মসনদ ছাড়ার সময়ে কেঁদে ফেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী টেরেসা মে। ডিসেম্বরে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পার্লামেন্ট দখল করলেন বরিস।

১৯তম পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ড। গুরুতর অসুস্থ প্রাক্তন প্রেসিডেন্ট এখন বিদেশে।

২৮৬ দিন জেলে কাটানো হয়ে গেল পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীরও। মার্চ মাসে গায়ে উটপাখির চামড়ার ন’লাখি জ্যাকেট পরে লন্ডনে তাঁর ছবি ভাইরাল হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করল লন্ডন পুলিশ।

১১৮ লক্ষ বেআইনি অনুপ্রবেশকারী রয়েছেন আমেরিকায়, বলছে সমীক্ষা। জুন মাসে মেক্সিকো সীমান্তের রিয়ো গ্রঁদ নদী পেরোতে গিয়ে ডুবে গেলেন সালভাডর থেকে আসা শরণার্থী অস্কার আলবার্তো মার্তিনেজ় রামিরেজ় এবং তাঁর দু’বছরের শিশুকন্যা অ্যাঞ্জি ভালেরিয়া। নদীর পাড়ে পড়ে থাকা তাঁদের দেহের ভাইরাল ছবি ট্রাম্পের শরণার্থী নীতি নিয়ে ফের প্রশ্ন তুলল।

১০০ কোটি ইউরো এবং ২০ বছর লাগবে মেরামত করতে, জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ১৫ এপ্রিলে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্যারিসের নোত্র দাম গির্জা।

৭০ দিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট শুনানি চলল মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসে। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে হস্তক্ষেপের দায়ে ডেমোক্র্যাট অধ্যুষিত হাউসের চোখে ‘দোষী’ সাব্যস্ত হলেন প্রেসিডেন্ট। এ বার সিদ্ধান্ত রিপাবলিকান সেনেটের।

১৫৭ যাত্রী নিয়ে ভেঙে পড়ল ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের উড়ান ৩০২। পরপর একাধিক দুর্ঘটনার জেরে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে নিষেধাজ্ঞা জারি করল বেশির ভাগ দেশই।

৮০ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে হবে ইউরোপীয় ইউনিয়নকে— ২০৩০-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিল সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। ‘হাউ ডেয়ার ইউ!’— সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ ভর্ৎসনার এই সুরেই আক্রমণ করেছিল রাষ্ট্রনেতাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তার রোষ কষায়িত দৃষ্টির ছবি নিমেষে ভাইরাল। আমেরিকা ছাড়ার পরেও তাকে বিঁধে অসংখ্য টুইট করেই চলেছেন ট্রাম্প।

৯০ মিনিট। সেপ্টেম্বর ৫০ হাজার দর্শকের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের এক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কের পরে এ বছর হিউস্টনে ‘হাউডি মোদী’।

৭৬ বছর বয়সি বিতর্কিত অস্ট্রীয় লেখক পিটার হান্টকে-কে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়ায় বিশ্ব জুড়ে নিন্দা।

৪৯ জন প্রাণ হারালেন নিউজ়িল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে জঙ্গি হামলায়। আল নুর ও লিনউড নামে ওই মসজিদে শ্বেত সন্ত্রাসে স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। মুসলিম নিধনের সময়ে ফেসবুকে ১৭ মিনিটের ভিডিয়ো তুলে সরাসরি তার সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) করেছিল আততায়ীরা। এদের মাথা ছিল শ্বেতাঙ্গ অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্ট। হিজাব পরে আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন।

৭২ হাজারেরও বেশি দাবানলের কবলে পড়ে অগস্ট থেকে জ্বলছে পৃথিবীর ফুসফুস আমাজন বৃষ্টি বনানী। নভেম্বরে দাবানলের কোপে ক্যালিফর্নিয়ায় মারা যান অন্তত ৭১ জন। বছর শেষে সঙ্গীন সিডনিও।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

বিজ্ঞান

৬০০ মিটার দূরে তখনও চাঁদের মাটি। ‘হার্ড ল্যান্ডিং’ করল বিক্রম ল্যান্ডার। ২২ জুলাই চাঁদের মাটির রাসায়নিক গঠন, মানচিত্র তৈরি ও জলের খোঁজে ‘চন্দ্রযান ২’ পাঠিয়েছিল ইসরো। এই যানে ছিল লুনার অরবিটার, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার।

৬ সেপ্টেম্বর চাঁদে নামার কথা ছিল বিক্রম ও প্রজ্ঞানের। শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় দফায় মোদী সরকারের প্রথম একশো দিনের কাজের সাফল্যের ‘তাজ’ হওয়ার কথা ছিল বিক্রমের সফল অবতরণের। তা ভেস্তে গেলেও ইসরোর দফতরে এসে কান্নায় ভেঙে পড়া ইসরো চেয়ারম্যান কে শিবনকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন মোদী।

৬৫০ কোটি গুণ বেশি ভর সূর্যের থেকে, শক্তিশালী ‘ইভেন্ট হরাইজ়ন টেলিস্কোপ’-এর সাহায্যে ধরা পড়ল ‘ব্ল্যাক হোল’ বা কৃষ্ণগহ্বরের ছবি।

২২১তম স্পেসওয়াক হল আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের দেখভালের জন্য। ইতিহাস গড়ে অক্টোবরে শুধু মেয়েরাই হাঁটলেন মহাকাশে। নাসার মহিলা নভশ্চরের এই দলে ছিলেন জেসিকা মেয়ার ও ক্রিস্টিনা কোখ।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

২০১৯-এ মৃত্যু হয়েছে যাঁদের

অরুণ জেটলি, সুষমা স্বরাজ, হুসেন মহম্মদ এরশাদ, নবনীতা দেবসেন, গুরুদাস দাশগুপ্ত, চিন্ময় রায়, রাম জেঠমলানী, রুমা গুহঠাকুরতা, শ্রীরাম লাগু, শীলা দিক্ষিত, জর্জ ফার্নান্ডেজ, মনোহর পর্রীকর, ক্ষিতি গোস্বামী, বড় মা, দিব্যেন্দু পালিত, ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী, গিরিশ কারনাড, কৃষ্ণা সোবতী, রবীন মণ্ডল, পিনাকী ঠাকুর, রমাকান্ত আচরেকর, এন আর মাধব মেনন, যোগেশচন্দ্র দেবেশ্বর, হীরালাল যাদব, বীরু দেবগণ, এ কে রায়, মীরা সান্যাল, বিষ্ণুহরি ডালমিয়া, বিদ্যা সিন্‌হা, জগন্নাথ মিশ্র, বাবুলাল গৌর, বেণু মাধব, টনি মরিসন, অ্যাগনেস ভার্ডা, বিবি অ্যান্ডারসন, ডরিস ডে, জুডিথ কার, সিলভিয়া মাইলস, মহম্মদ মোরসি, ডেভ বার্থালোমিউ, ইমানুয়েল ওয়ালেরস্টিন, হ্যারল্ড ব্লুম, গু হারা, মৃণাল মুখোপাধ্যায়, প্রতীক চৌধুরী, বীজু খোটে, স্বরূপ দত্ত, রবার্ট মুগাবে, অদ্রীশ বর্ধন, বসন্তকুমার বিড়লা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE