Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিধান পরিষদে মায়াকে আসন ছাড়ল এসপি

বিজেপির বিরুদ্ধে উপনির্বাচনে জোট করে সাফল্য এলেও, রাজ্যসভায় বিএসপি প্রার্থীর পরাজয়ে গ্রহণের ছায়া পড়ে পিসি-ভাইপোর সম্পর্কে। এসপি সূত্রের বক্তব্য— সম্পর্ক পুনরুদ্ধারেই অখিলেশের এই সিদ্ধান্ত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০২:০৫
Share: Save:

জোটের স্বার্থে বিধান পরিষদের আসন মায়াবতীর দলকে ছাড়ার সিদ্ধান্ত নিলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব।

বিজেপির বিরুদ্ধে উপনির্বাচনে জোট করে সাফল্য এলেও, রাজ্যসভায় বিএসপি প্রার্থীর পরাজয়ে গ্রহণের ছায়া পড়ে পিসি-ভাইপোর সম্পর্কে। এসপি সূত্রের বক্তব্য— সম্পর্ক পুনরুদ্ধারেই অখিলেশের এই সিদ্ধান্ত। কারণ, এসপি-বিএসপি জোট হলেই উত্তরপ্রদেশে বিজেপিকে টক্কর দেওয়া সম্ভব। তবে দলের একাংশ বলছে, কৌশলগত কারণেই এ বার বিধান পরিষদে না লড়ার সিদ্ধান্ত নিলেন অখিলেশ। আগামী বছর লোকসভা নির্বাচন। স্ত্রী ডিম্পলের কনৌজ আসন থেকে লড়ে ২০১৯-এ কেন্দ্রীয় রাজনীতিতে অন্যতম মুখ্য চরিত্র হয়ে উঠতে চাইছেন মুলায়ম পুত্র।

২৬ এপ্রিল উত্তরপ্রদেশ বিধানসভার বিধান পরিষদের ১৩টি আসনে ভোট। একটি আসন জিততে প্রয়োজন ২৯ জন বিধায়কের ভোট। বিজেপির রয়েছে ৩২৪ জন বিধায়ক। ফলে ১১টি আসনে তাদের প্রার্থীর জয় নিশ্চিত। অখিলেশের দলে রয়েছে ৪৬ জন বিধায়ক। ফলে এক জন বিধান পরিষদের সদস্যকে জিতিয়ে আনার পরে তাদের কাছে বাড়তি ১৯টি ভোট থাকছে। সেখানে মায়াবতীর দলের কাছে রয়েছে ১৮টি ভোট। তাই দুই দল হাত মেলালে অনায়াসে একটি আসন পেতে পারে এসপি-বিএসপির জোট প্রার্থী। রাজ্যসভা নির্বাচনে পরাজিত ভীমরাও অম্বেডকরকে ওই আসনে
ফের প্রার্থী করতে পারেন মায়াবতী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

অখিলেশ যাদব Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE