Advertisement
২০ এপ্রিল ২০২৪

বিশেষ বিমান উড়ল, আঁধারে আটক যাত্রীরা

পোর্ট ব্লেয়ারে আটকে পড়া যাত্রীদের কলকাতায় ফিরিয়ে আনতে সোমবার রাতেই তারা বিশেষ উড়ান চালাবে বলে আশ্বাস দিয়েছিল এয়ার ইন্ডিয়া (এআই)। বলা হয়েছিল, দিল্লি থেকে খালি বিমান পাঠিয়ে আটকে পড়া যাত্রীদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ০২:১০
Share: Save:

পোর্ট ব্লেয়ারে আটকে পড়া যাত্রীদের কলকাতায় ফিরিয়ে আনতে সোমবার রাতেই তারা বিশেষ উড়ান চালাবে বলে আশ্বাস দিয়েছিল এয়ার ইন্ডিয়া (এআই)। বলা হয়েছিল, দিল্লি থেকে খালি বিমান পাঠিয়ে আটকে পড়া যাত্রীদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে। যাঁরা কলকাতায় ফিরতে চাইবেন, তাঁদের দিল্লি থেকে উড়ানে বিনা পয়সায় পৌঁছে দেওয়া হবে কলকাতায়। কিন্তু তার পরেও পোর্ট ব্লেয়ারেই আটকে থাকতে হয় শঙ্কর আদিত্য এবং তাঁর পরিবারকে!
শঙ্করবাবু মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘‘কই, এমন খবর তো আমি জানি না! সোমবার বিকেল পর্যন্ত পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার দফতরে বসে ছিলাম। কিছু বলা হয়নি। উল্টে তাড়িয়ে দেওয়া হয়েছে।

রাতে যে বিশেষ উড়ানের ব্যবস্থা করা হয়েছে, তা জানানো হয়নি। অথচ আমার মোবাইল নম্বর ওদের কাছে রয়েছে। এয়ার ইন্ডিয়ার ম্যানেজারের সঙ্গে এসএমএস চালাচালিও করেছি।’’
অতিরিক্ত ৭৬ হাজার টাকা খরচ করে দলের আট জনের জন্য বিস্তারার কাল, বৃহস্পতিবারের উড়ানের টিকিট কেটেছেন শঙ্করবাবু। বিশেষ উড়ান চালানো হলেও শঙ্করবাবুদের মতো আট যাত্রীদের অভিযোগ সম্পর্কে কিছু বলতে চায়নি এয়ার ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aeroplane Accident Air India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE