Advertisement
১৭ এপ্রিল ২০২৪

মোদী সরকারের অর্থনীতিবিদের নিশানায় অমর্ত্য

নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার আজ অমর্ত্য সেনকে আক্রমণ করে বলেন, ‘‘আমার ইচ্ছে, অধ্যাপক অমর্ত্য সেন কিছু দিন ভারতে থেকে বাস্তব পরিস্থিতিটা দেখুন।’’

অমর্ত্য সেন

অমর্ত্য সেন

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৪:২৪
Share: Save:

এ বার আর বিজেপির মঞ্চ থেকে বা কেন্দ্রীয় মন্ত্রীদের তরফ থেকে নয়। মোদী সরকারের অর্থনীতিবিদরাই নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিশানা করা শুরু করলেন।

নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার আজ অমর্ত্য সেনকে আক্রমণ করে বলেন, ‘‘আমার ইচ্ছে, অধ্যাপক অমর্ত্য সেন কিছু দিন ভারতে থেকে বাস্তব পরিস্থিতিটা দেখুন।’’

রাজীব কুমারের এই তোপের কারণ অমর্ত্যর সাম্প্রতিক মন্তব্য। এক সপ্তাহ আগেই দিল্লিতে অমর্ত্য বলেছিলেন, গত চার বছরে দেশ ভুল দিকে বিরাট লাফ দিয়েছে। পরিস্থিতি খুব খারাপ হয়েছে। আর্থিক উন্নতিতে দ্রুততম হয়েও দেশ পিছনের দিকে চলেছে। আজ পাল্টা আক্রমণে গিয়ে রাজীব কুমার বলেন, ‘‘আমি আসলে ওঁকে চ্যালেঞ্জ জানাতে চাই। উনি আর একটা চার বছরের সময় দেখান, যখন ভারতকে আবর্জনা মুক্ত করতে এত কাজ হয়েছে। সকলের খেয়াল রেখে, সকলের জন্য উন্নয়নের লক্ষ্যে অর্থনীতির কাজ হয়েছে। তাই এই ধরনের মন্তব্য করার আগে উনি মোদী সরকার কী কী কাজ করছে, তার একটা পর্যালোচনা করুন।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নীতি আয়োগের অধ্যক্ষ। সেই নীতি আয়োগের উপাধ্যক্ষ যে ভাবে অমর্ত্যকে নিশানা করেছেন, তা দেখে মনে করা হচ্ছে সরকারের শীর্ষ স্তরের সিলমোহর নিয়েই আক্রমণ শানিয়েছেন তিনি। বস্তুত, অমর্ত্যের সমালোচনার পর থেকেই ফেসবুক-টুইটারে তাঁকে আক্রমণ করা শুরু হয়েছিল। বিশেষত, নালন্দা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে অমর্ত্য কী করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। আজ রাজীব কুমার বলেন, ‘‘দেশের পিছনের সারির মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে কাঠামোগত সংস্কার হয়েছে। যদি এ সব ওঁর কাছে স্পষ্ট না হয়, তা হলে তাঁর উচিত দেশে আরও সময় কাটানো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE