Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Indian Foreign Ministry

‘কঠোর ভাবে অভ্যন্তরীণ’, মুসলিম দেশগুলির কাশ্মীর প্রস্তাবের পরই জবাব ভারতের

মুসলিম দেশগুলির এই প্রস্তাব পাশ হওয়ার পরই ভারতের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। তিনি সাফ জানিয়েছেন, ‘‘ওআইসি-তেযে প্রস্তাব পাশ হয়েছে তার প্রেক্ষিতে এটাই বলার, জম্মু ও কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি কঠোর ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।’’

সুষমা স্বরাজ। —ফাইল ছবি

সুষমা স্বরাজ। —ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১২:২১
Share: Save:

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই সংক্রান্ত সব কিছুই ভারতের কাছে কঠোর ভাবে অভ্যন্তরীণ বিষয়। ৫৭টি মুসলিম দেশের গোষ্ঠী ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’- এর সম্মেলনে কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাব পাশ হওয়ার পরই এই প্রতিক্রিয়া নয়াদিল্লির।

শুক্রবারই আবু ধাবিতে মুসলিম দেশগুলির বিদেশমন্ত্রীদের এই সম্মেলনে প্রথম বারের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাঁর এই সফর আক্ষরিক অর্থেই ছিল ঐতিহাসিক, কারণ পাকিস্তানের প্রবল আপত্তি সত্ত্বেও এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল ওআইসি। ভারতের উপস্থিতি মানতে না পেরে এই সম্মেলনে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল পাকিস্তান। এতেই শেষ নয়, মুসলিম দেশগুলির মঞ্চে দাঁড়িয়ে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য নাম না করে পাকিস্তানকে তুলোধনাও করেন সুষমা।

ভারতের এই কূটনৈতিক সাফল্যের পরই কলকাঠি নাড়তে শুরু করে ইসলামাবাদ। সুষমা স্বরাজ বক্তব্য রাখার ঠিক পরের দিনই একটি প্রস্তাব পাশ করা হয় ওআইসি বিদেশমন্ত্রীদের এই সম্মেলনের শেষ দিনে। প্রস্তাবটিতে কাশ্মীরে ভারতের ভূমিকা নিয়ে সমালোচনাও করা হয়। নিরীহ কাশ্মীরিদের ওপর সেনার বলপ্রয়োগের নিন্দাও করেন মুসলিম দেশগুলির বিদেশমন্ত্রীরা।

আরও পড়ুন: ইসলামি সম্মেলনেও পাকিস্তানের বিরুদ্ধে সরব সুষমা স্বরাজ

সম্মেলনে না গেলেও এই প্রস্তাব পাশ হওয়ার পরখুশি চেপে রাখতে পারেনি পাক বিদেশমন্ত্রক। টুইট করে সেই কথা ফলাও করে বলেও ফেলেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

আরও পড়ুন: ইসলামিক দেশগুলির শীর্ষ বৈঠকে আমন্ত্রিত ভারত, বেরিয়ে গেল ক্ষুব্ধ পাকিস্তান

এর পরই আসরে নামে নয়াদিল্লি। মুসলিম দেশগুলির এই প্রস্তাব পাশ হওয়ার পরই ভারতের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। তিনি সাফ জানিয়েছেন, ‘‘ওআইসি যে প্রস্তাব পাশ করেছে তার প্রেক্ষিতে এটাই বলার, জম্মু ও কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি কঠোর ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE