Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুগতের তিরে বিদ্ধ, মুগ্ধও বটে প্রধানমন্ত্রী

বাস্তবিকই সংসদে তিনি আজ প্রধানমন্ত্রীর পদকে পূর্ণ মান্যতা দিয়েও বর্তমানের সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মনোভাব, ভিন্ন মতকে অগ্রাহ্য করার মতো অভিযোগ এনেছেন সুকৌশলে।

নরেন্দ্র মোদী ও সুগত বসু ।

নরেন্দ্র মোদী ও সুগত বসু ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০৩:৩৪
Share: Save:

কখনও শায়েরি, কখনও গান, কখনও বা ইতিহাসকে শানিত ভাবে তুলে আনা। এই সবের মিশেলে সুগত বসু আজ সংসদে ট্রেজারি বেঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন। ভারত-ছাড়ো আন্দোলনের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনের বক্তৃতায় সুগতবাবু আজ যে বৈদগ্ধ্যে তাঁর বক্তৃতাকে সাজিয়েছেন, তাতে মন্ত্রীরা তো বটেই খোদ প্রধানমন্ত্রীও টেবিল চাপড়ে অভিনন্দন জানাতে বাধ্য হন। দলমতের গণ্ডি থেকে বেরিয়ে এসে সাংসদেরা বলেন, আজকের এই কাদা ছোড়াছুড়ির যুগেও সংসদীয় বক্তৃতার ঐতিহ্য ও মর্যাদাকে ফিরিয়ে আনলেন তৃণমূল সাংসদ সুগতবাবু। নীতিগত সমালোচনা করেছেন, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি।

সুগতবাবু নিজে পরে বলেছেন, ‘‘সরকারের অনেকেই এসে আমাকে অভিনন্দন জানিয়ে গিয়েছেন। যদিও বক্তৃতায় তাঁদের সমালোচনা করতে ছা়ড়িনি।’’ বাস্তবিকই সংসদে তিনি আজ প্রধানমন্ত্রীর পদকে পূর্ণ মান্যতা দিয়েও বর্তমানের সরকারের বিরুদ্ধে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক মনোভাব, ভিন্ন মতকে অগ্রাহ্য করার মতো অভিযোগ এনেছেন সুকৌশলে। বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী যদি সত্যিই ২০২২-এর মধ্যে সাম্প্রদায়িকতা-সহ অন্যান্য অশুভকে তাড়িয়ে দেশে পরিবর্তন আনতে চান, তা হলে ধর্মের নামে যারা ঘৃণার বিষ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দ্বিধাহীন ভাবে।’’

আরও পড়ুন: রাতের খেলায় দুরন্ত স্লগ ওভার

কংগ্রেসের অভিযোগ, আরএসএস ভারত ছাড়ো আন্দোলনে অংশই নেয়নি। অথচ তার ৭৫তম বর্ষপূর্তি নিয়ে শাসক শিবির আজ ঢাক পেটাচ্ছে ক্ষমতার জোরে। একই শ্লেষ সুগতবাবুর মুখে হয়ে উঠেছে উর্দু শায়েরি, ‘‘মঞ্জিলে উনকো মিলে যো শরিক-এ সফর না থে।’’ বিজেপি শিবিরের প্রতি তাঁর সরস মন্তব্য, ‘‘আমি জানি যাঁরা ট্রেজারি বেঞ্চ-এ বসে, আজ তাঁদের অনেক গুরুজি রয়েছেন। কিন্তু আমি আবেদন জানাচ্ছি, আগামী ৫ বছরের জন্য মোহনদাস গাঁধীর আলোয় আলোকিত মহাসড়কে যাত্রা করুন।’’ মোদীর উদ্দেশে বলেছেন, ‘‘আপনারা আপনাদের পথে চলার জন্য বলপ্রয়োগ বন্ধ করুন।’’ সুগতবাবুর বক্তৃতায় আজ বারবার এসেছেন রবীন্দ্রনাথও। ঠিক ১০০ বছর আগে প্রকাশিত রবীন্দ্রনাথের বক্তৃতা সংকলন ‘ন্যাশনালিজম’ গ্রন্থের কথা উল্লেখ করে সুগতবাবু বলেন, ‘‘সে দিন তিনি যা লিখেছিলেন আজকের সামাজিক এবং রাজনৈতিক সঙ্কটের সঙ্গে তার অদ্ভুত মিল।’’ বক্তৃতার মধ্যেই ‘ভারত বিধাতা’ কবিতা থেকে জাতীয় সঙ্গীতের পরের দিকের ওই স্তবক তুলে ধরে ভারতের বর্তমান দশাটি তুলে ধরেন তিনি। গেয়ে ওঠেন ‘ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে..।’ সূত্রের খবর, পরে স্পিকার সুমিত্রা মহাজন তাঁকে ঘরে ডেকে বলেন, সুগতবাবু ভাল বক্তৃতা দেন জানতেন। কিন্তু এত ভাল গাইতে পারেন সেটা জানা ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE