Advertisement
১৭ এপ্রিল ২০২৪
National News

মঙ্গলবার ছাড়া চুরি করত না, আর সেটাই হল কাল!

পেশায় দাগী চোর, কিন্তু একটু কুসংস্কারাচ্ছন্ন। সব দিন সে চুরি করে না। কেবল মঙ্গলবার করেই চুরি করতে যেত সে। আর তা করতে গিয়েই শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে গেল কুখ্যাত সেই চোর।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৯:৩২
Share: Save:

পেশায় দাগী চোর, কিন্তু একটু কুসংস্কারাচ্ছন্ন। সব দিন সে চুরি করে না। কেবল মঙ্গলবার করেই চুরি করতে যেত সে। আর তা করতে গিয়েই শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে গেল কুখ্যাত সেই চোর।

মহম্মদ সমীর খান নামের ওই চোর এবং তার সঙ্গী মহম্মদ শোয়েব— দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন যে, ৭০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে, যার মূল্য প্রায় ২১ লক্ষ টাকার কাছাকাছি।

অঞ্জনি কুমার আরও জানিয়েছেন, মহম্মদ সমীর খানের পূর্বপুরুষ আসলে আফগানিস্তানের মানুষ। চোখে তার বিরাট সমস্যা রয়েছে। আর তাই দিনের বেলাতেই সমস্ত চুরিগুলো করে সমীর। পাশাপাশি, ও বিশ্বাস করত যে, একমাত্র মঙ্গলবারে চুরি করলেই সফল হবে। আর এ দিন সকালে সঙ্গীকে সঙ্গে নিয়ে হায়দরাবাদে চুরি করতে গিয়েই ধরা পড়ে যায় মহম্মদ সমীর খান। সমীরের সঙ্গী যদিও হায়দরাবাদেরই ছেলে।

আরও পড়ুন: 'স্যানিটারি ন্যাপকিন নিয়ে বন্ধুর বাড়ি যান? তা হলে মন্দিরে কেন?' এই কথা বললেন স্মৃতি!

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জেলেই মহম্মদ সমীর খান এবং তার সঙ্গী মহম্মদ শোয়েবের আলাপ হয়। মোটরসাইকেল নিয়েই চুরি করতে বেরত, মহম্মদ সমীর খান এবং তার সঙ্গী। তবে একমাত্র যে বাড়িগুলি তালাবন্ধ থাকত, সেগুলিতেই চুরি করত সমীর। ওদের একজন বাড়ির বাইরে অপেক্ষা করত। আর এক জন পাঁচ-দশ মিনিটের মাথায় হাতের সামনে যা পেত, তা-ই তুলে নিয়ে চলে আসত।

আরও পড়ুন: ছেলের মৃত্যুশোক দূরে সরিয়ে এ ভাবে নজির গড়লেন গুরুগ্রামের বিচারক

অঞ্জনি কুমারের কথায়, ‘‘তেলঙ্গানা এবং বেঙ্গালুরুতে ৩০টিরও বেশি চুরির কেসে ওদের নাম জড়িয়ে আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE