Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

গো-রক্ষকদের তাণ্ডব বন্ধে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পাশাপাশি এ নিয়ে সমস্ত রাজ্যকেও সতর্ক হতে বলেছে শীর্ষ আদালত। গো-রক্ষকদের তাণ্ডব রুখতে দেশের প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছে আদালত।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪১
Share: Save:

গো-রক্ষকদের হিংসা নিয়ে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে অবিলম্বে কড়া পদক্ষেপ করুন। কেন্দ্র-রাজ্য— বুধবার উভয় পক্ষকেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পাশাপাশি এ নিয়ে সমস্ত রাজ্যকেও সতর্ক হতে বলেছে শীর্ষ আদালত। গো-রক্ষকদের তাণ্ডব রুখতে দেশের প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছে আদালত। যাতে দেশের প্রতিটি কোণেই তা রোখা যায়। পাশাপাশি, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের এ নিয়ে একটি রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ। ওই বেঞ্চ আরও জানিয়েছে, গো-রক্ষকদের হিংসা বন্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ওই রিপোর্টে সবিস্তার জানাতে হবে।

আরও পড়ুন

গেরুয়া শিবিরের কট্টর সমালোচক সাংবাদিক গৌরী লঙ্কেশ বাড়িতেই খুন

জেলে বসেই ডেরা চালাবেন রাম রহিম

গো-রক্ষার নামে বাড়াবাড়ি নিয়ে কেন্দ্রকে এ দিন একহাত নিয়েছে সুপ্রিম কোর্ট। গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে কেন্দ্র কী কী পদক্ষেপ করেছে তা-ও জানতে চায় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, গো-রক্ষার নামে নিজেদের হাতেই আইন তুলে নিচ্ছে এক শ্রেণির মানুষ। যেন নিজেরাই আইন, এমন আচরণ করছেন তাঁরা।

আবেদনকারীদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং কলিন গঞ্জালেস আদালতে জানান, কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেশ জুড়েই গো-রক্ষার নামে মানুষ খুন-সহ একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। এবং এটি কেবলমাত্র আইনশৃঙ্খলাজনিত সমস্যা বলে কেন্দ্র এর দায়ভার এড়াতে পারে না। কেন্দ্র-রাজ্যকে হুঁশিয়ারির মাঝে আবেদনকারীদেরও পরামর্শ দিয়েছে আদালত। ইদের সময় দেশ জুড়ে যে ভাবে পশু-হত্যা হয় তার বিরুদ্ধেও আবেদনকারীদের প্রশ্ন তোলার কথাও বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Cow Vigilantism Cow Vigilante
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE