Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পড়শি রাজ্যে ‘আম্মা’, সাহায্যে গান বিচারপতির

কেরলের জন্য অর্থ সংগ্রহ করতে  সোমবার একটি অনুষ্ঠানে গান গাইবেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ। মালয়ালম ও হিন্দিতে দু’টি গান গাওয়ার কথা তাঁর। সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। স্মরণকালের মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলে জানাচ্ছেন অনেকে।

 সংবাদ সংস্থা
কোচি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৪:১৬
Share: Save:

বন্যাপীড়িত কেরলবাসীর জন্য ‘আম্মা’ ব্র্যান্ডের পানীয় জলের বোতল পাঠাল তামিলনাড়ু। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার নামে ওই জলের বোতল ১১টি লরিতে আজ পৌঁছে গিয়েছে প্রতিবেশী রাজ্যে। পুরমন্ত্রী এস পি ভেলুমনি জানিয়েছেন, চাল, ডাল, ওষুধ-সহ ৪ লক্ষ টাকার ৪২ প্রকার ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই কেরলের জন্য ১০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছে। মন্ত্রী জানিয়েছেন, এর পাশাপাশি ৫ লক্ষ টাকার জল পরিশ্রুত করার একটি যন্ত্রও আজ পাঠানো হয়েছে কেরলে। যা দান করেছে একটি বেসরকারি সংস্থা।

কেরলের জন্য অর্থ সংগ্রহ করতে সোমবার একটি অনুষ্ঠানে গান গাইবেন সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোসেফ। মালয়ালম ও হিন্দিতে দু’টি গান গাওয়ার কথা তাঁর। সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে থাকবেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। স্মরণকালের মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলে জানাচ্ছেন অনেকে।

আগামী মাসে বিয়ে। গয়না কেনার জন্য জমানো ছিল ১ লক্ষ টাকা। কেরলের মানুষকে সাহায্যের জন্য সেই পুরো টাকাটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন কোঝিকোড়ের ভাটাকারার বাসিন্দা অমৃতা এস বেনু। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থার কর্মী অমৃতা বলেছেন, ‘‘বিয়ের দিন গয়না পরে সাজার চেয়ে, অসহায় মানুষদের সাহায্যে তা দান করতে পেরে ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mineral Water Amma Tamil Nadu Kerala Flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE