Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চা-জলে আপ্যায়ন, পাঁচশো টাকায় সাঙ্গ বিয়ে

বাজারে নোটের আকাল। নোট বাতিলের ধাক্কা সামলাতে নাভিশ্বাস উঠেছে হবু দম্পতিদের। ক’দিন আগে পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও মেলেনি চাহিদামতো টাকা।

যুগল। ছবি: সংগৃহীত

যুগল। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
সুরাত শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৩:৫২
Share: Save:

পাঁচশো টাকায় বিয়ে! শুনে হয়তো চমকে উঠবেন। কিন্তু এটাই সত্যি।

বাজারে নোটের আকাল। নোট বাতিলের ধাক্কা সামলাতে নাভিশ্বাস উঠেছে হবু দম্পতিদের। ক’দিন আগে পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও মেলেনি চাহিদামতো টাকা। তাই বিয়ের যাবতীয় খরচ কেটে ছেঁটে মাত্র পাঁচশো টাকায় দুই হাত এক করেছেন দক্ষা ও ভরত পারমার। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে। তবে অতিথি আপ্যায়নে শুধু চা আর জল।

দিন কয়েক আগেই বিজেপি নেতা, প্রাক্তন মন্ত্রী এবং খনি মাফিয়া জি জনার্দন রেড্ডির মেয়ের পাঁচশো কোটির বিয়ে নিয়ে উত্তাল হয়েছিল দেশ। যেখানে প্রধানমন্ত্রী কালো টাকার বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ঘোষণা করেছেন, সেই বাজারে কী ভাবে পাঁচশো কোটিতে বিয়ে হয়? সেই প্রশ্নে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল—সর্বত্র উঠেছিল সমালোচনার ঝড়। সেই বিলাস-বহুল আয়োজনের একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে ভরত ও দক্ষা পারমার।

নতুন কনে দক্ষা পারমারের কথায়, ‘‘বিয়ের দিন আগেই ঠিক হয়। তবে মোদীজির নোট বাতিলের ঘোষণার পরে ঠিক করি খুব সাধারণ ভাবেই বিয়ে করব।’’ কনের প্রস্তাবে সম্মতি দেন বরও। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঠিক হয় বিয়ে হবে রীতি-নিয়ম মেনেই। তবে কোনও আড়ম্বর নয়।

অতিথিদের চা ও জল পরিবেশনের সেই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surat Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE