Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

পেট্রোল ঢেলে তরুণীকে পুড়িয়ে খুন উত্তরপ্রদেশে

বিকেল তখন সাড়ে চারটে। গ্রামেরই বাজারে সাইকেল নিয়ে সবজি আনতে বেরিয়েছিল ওই কিশোরী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
উন্নাও শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৪
Share: Save:

বাড়ির অদূরেই এক কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মারল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। ওই দিন গ্রামেরই একটি মাঠ থেকে কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।

বিকেল তখন সাড়ে চারটে। গ্রামেরই বাজারে সাইকেল নিয়ে সবজি আনতে বেরিয়েছিল ওই কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় তাঁর পিছু নিয়েছিল কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই ওই কিশোরীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পরই সেই দেহ গ্রামের মাঠে ফেলে দিয়ে আসে তারা। তবে কেন ওই কিশোরীকে পুড়িয়ে মারা হল সে বিষয়টি স্পষ্ট নয়। খুনের আগে কিশোরীর যৌন নির্যাতন হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রাজস্থানের সচিবালয়ে ‘ভূত’! ভয়ে কাঁটা মন্ত্রীরা

সন্ধ্যা হয়ে যাওয়ার পরও কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খুঁজতে বেরোন। পরিবারের এক সদস্য জানান, তখনই তাঁদের কাছে খবর আসে গ্রামের বাইরের মাঠে একটি অগ্নিদগ্ধ দেহ পড়ে আছে। পুলিশকেও খবর দেন গ্রামবাসীরা।

ঘটনাস্থলে গিয়ে শিউরে ওঠেন কিশোরীর পরিবারের লোকেরা। কিশোরীর দেহের প্রায় পুরোটা পুড়ে যাওয়ার পরও চিনতে ভুল হয়নি তাঁদের। দেহটি যেখানে পড়েছিল, তার ঠিক পাশেই একটি সাইকেল, ওড়না এবং চটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকেরা তাদের কাছে জানান ওই সাইকেল নিয়েই মেয়েটি সবজি কিনতে বেরিয়েছিল।

আরও পড়ুন: সফরভর উপেক্ষা, শেষ লগ্নে টুইট-বার্তা প্রধানমন্ত্রীর

পুলিশ জানিয়েছে, কিশোরীর অগ্নিদগ্ধ দেহের পাশ থেকে একটি পেট্রোলের ক্যান ও একটি দেশলাই মিলেছে। পুলিশের ধারণা, মেয়েটিকে পুড়িয়ে মারতে পেট্রোল ও দেশলাই ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE