Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ঘুষ মেটাতে ভিক্ষা কিশোরের

দুঃস্থ চাষির মৃত্যুর পর প্রাপ্য সরকারি ভাতার জন্য আবেদন করায় ছেলের কাছে তিন হাজার টাকা ঘুষ দাবি করেছিল সরকারি অফিসার। সেই টাকা জোগাড় করতে এ বার রাস্তায় ভিক্ষার ঝুলি হাতে ঘুরল ছেলে।

সংবাদ সংস্থা
তামিলনাড়ু শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০২:৫২
Share: Save:

দুঃস্থ চাষির মৃত্যুর পর প্রাপ্য সরকারি ভাতার জন্য আবেদন করায় ছেলের কাছে তিন হাজার টাকা ঘুষ দাবি করেছিল সরকারি অফিসার। সেই টাকা জোগাড় করতে এ বার রাস্তায় ভিক্ষার ঝুলি হাতে ঘুরল ছেলে। ভিক্ষা চাওয়ার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার এম কুন্নাথুর গ্রামে। এই অভিযোগে বিব্রত জেলাশাসক। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বছর পনেরোর ওই কিশোরের নাম অজিত। সে জানিয়েছে, প্রায় দেড় বছর আগে তার বাবা কালোনজির (৪৫) মৃত্যু হয়। বাবা মারা যাওয়ার পর চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটছে পরিবারের। ধার করে বাবার শেষকৃত্যের খরচ জোগাড় করলেও সেই ধার এখনও মেটেনি। এর মধ্যেই সে কৃষক সুরক্ষা ভাতায় প্রাপ্য ১২,৫০০ টাকার জন্য আবেদন জানায়। অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার ওই টাকা পাইয়ে দেওয়ার জন্য তিন হাজার টাকা দাবি করেছে। তখন সমস্ত ঘটনা লিখে পোস্টার টাঙিয়ে ভিক্ষা চাইতে শুরু করে অজিত। অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অফিসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bribe Teeneger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE