Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাজনীতির ‘মোহরা’ বানাতেই মা-বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন, বিস্ফোরক লালুপুত্র

২৯ নভেম্বর তেজপ্রতাপের এই বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শুরু হবে পটনা সিভিল আদালতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন গোটা লালু পরিবার। কিন্তু কারও কথাই শুনতে নারাজ লালুপ্রসাদের বড় ছেলে।

তেজপ্রতাপ যাদব।—ফাইল চিত্র।

তেজপ্রতাপ যাদব।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৩:৫৭
Share: Save:

রাজনৈতিক উদ্দেশেই তাঁর বিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তেজপ্রতাপ যাদবের। মা-বাবা তাঁকে রাজনৈতিক ‘মোহরা’ বানাতে চেয়েছেন বলেও অভিযোগ তাঁর। মাত্র ছ’মাসের বিবাহিত জীবনে ইতি টানতে তিনি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে তাঁর বক্তব্য, ‘‘প্রধানমন্ত্রী অনুরোধ করলেও সিদ্ধান্ত থেকে সরব না।’’

২৯ নভেম্বর তেজপ্রতাপের এই বিবাহবিচ্ছেদের মামলার শুনানি শুরু হবে পটনা সিভিল আদালতে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন গোটা লালু পরিবার। কিন্তু কারও কথাই শুনতে নারাজ লালুপ্রসাদের বড় ছেলে। আজ রাঁচীতে লালুপ্রসাদের সঙ্গে দেখা করে কাঁদতে কাঁদতে বের হতে দেখা যায় তাঁকে। পরে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন।

তাঁর বক্তব্য, ঐশ্বর্য অন্য মেরুর বাসিন্দা। শহুরে, পড়াশোনা জানা। নিজের অপছন্দের কথা বাবা লালুপ্রসাদকেও জানিয়েছিলেন তিনি। কেউ তাঁর কথা শোনেননি। গোটা বিষয়টি তিনি আদালতে বিস্তারিত জানাবেন বলে সাংবাদিকদের জানান। এ দিকে মামলার খবর পাওয়ার পরে গতকাল রাতে ১০ সার্কুলার রোডের বাড়িতে গিয়ে রাবড়িদেবী ও মিসা ভারতীর সঙ্গে দেখা করেন ঐশ্বর্যের বাবা-মা। সঙ্গে ছিলেন ঐশ্বর্যও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marriage Divorce Tej Pratap Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE