Advertisement
২০ এপ্রিল ২০২৪

আবহাওয়ার খামখেয়ালি,বসন্তে শীতের আমেজ দিল্লিতে!

বসন্তে নতুন করে শীতের আমেজ ফিরে এল রাজধানী দিল্লিতে। আচমকা শীতের আমেজে নতুন করে বাক্সবন্দি সোয়েটার, চাদর ফেরাতে হয়েছে রাজধানীবাসীকে।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১৪:১২
Share: Save:

বসন্তে নতুন করে শীতের আমেজ ফিরে এল রাজধানী দিল্লিতে। আচমকা শীতের আমেজে নতুন করে বাক্সবন্দি সোয়েটার, চাদর ফেরাতে হয়েছে রাজধানীবাসীকে।

মৌসম ভবন আগে ভাগে জানিয়েছিল, আগামী কয়েক দিন দিল্লিতে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। ওই পূর্বাভাসই সত্যি হয়েছে। গত চার দিন ধরে চলছে ঝড় বৃষ্টি। সঙ্গে শিলও পড়ছে। অসময়ে দিল্লির আবহাওয়ার এমন খামখেয়ালি পরিবর্তন কখনও দেখেননি শহরবাসীও। মুখে মুখে তাই সবারই এক প্রশ্ন। কেন পাল্টে গেল আবহাওয়া!

সোমবার ভোর থেকেই শহর জুড়ে বেশ গতিতেই বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়া। আকাশের মুখ ছিল ভার। তার পরেই শুর হয় বৃষ্টি। কখনও জোরে কখনও ঝিরঝিরে। আর তাতেই নেমে যায় তাপমাত্রা। ভোরের রাস্তায় ফিরে আসে সোয়েটার চাদর। ভোর থেকে এই অকাল বৃষ্টির জেরে এই দিন দিল্লির জীবনযাত্রা ক্ষতিগ্রস্থ হয়েছে। সকালের দিকে রাস্তায় ট্রাফিকও কমে যায় বলে দিল্লি পুলিশ সূত্রের খবর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচলের বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে। তুষারপাত হয়েছে কেদারনাথ এবং বদ্রিনাথ এলাকাতেও। একদিকে সিমলার বৃষ্টি অন্য দিকে কেদারে তুষারপাতের জেরে গত কয়েক দিন ধরে দিল্লির আবহাওয়ায় এই পরিবর্তন। এই সময়ে লাগাতার কয়েকদিন বৃষ্টির হওয়ায় নষ্ট হওয়ার আশঙ্কা রবি ফসলেরও। গম, ধনেপাতা বিশেষ করে সরষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। আগামী আরও কয়েক দিন এই অবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই দিন বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রা নেমে আসে ২০ ডিগ্রির কাছাকাছি। ভাল করে রোদ না ওঠায় রাতের দিকে ওই তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন...

হাওয়া-বদলের শহরে এখন রাজধানীর আঁচ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

delhi weather rain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE