Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মন্দির গড়লেই চাকরি মিলবে না: পিত্রোদা

পিত্রোদার মতে, যুবসমাজকে  রাজনীতিকরা ভুল বোঝাচ্ছেন। তাঁর কথায়, ‘‘অধিকাংশ আলোচনাই অর্থহীন সব বিষয়ে। যুবকদের সামনে ঠিক তথ্য তুলে ধরি না আমরা।’’

নিজস্ব সংবাদদাতা 
গাঁধীনগর শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ০৩:৩০
Share: Save:

উনিশের ভোটের আগেই রামমন্দির নির্মাণের জন্য ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অযোধ্যা মামলা আদালতে আটকে থাকলেও ভোটের আগে এ নিয়ে হাওয়া গরম করার প্রস্তুতি নিচ্ছে সঙ্ঘ পরিবার। এই পরিস্থিতিতেই মন্দির-রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর সহযোগী এবং এ দেশে টেলিকম বিপ্লবের অন্যতম মুখ স্যাম পিত্রোদা। তাঁর স্পষ্ট কথা, ভবিষ্যতের জন্য চাকরি দরকার। মন্দির গড়ে সে সব হবে না। দেশের রাজনীতিকেরা মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা না করে, যুবসমাজকে ভুল পথে চালাচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি।

বিশিষ্ট প্রযুক্তিবিদ স্যাম পিত্রোদা গাঁধীনগরের কর্ণাবতী বিশ্ববিদ্যালয়ে যুব সংসদে অংশ নিয়ে রাজনীতিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য, ‘‘মন্দির, ধর্ম, ঈশ্বর, জাতপাত নিয়ে বিতর্ক যখন শুনি, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠি। কারণ, আগামী দিনের জন্য রোজগারের প্রয়োজন। মন্দির গড়ে তা হবে না।’’ আর কর্মসংস্থানের বিষয়কে ঘিরে দেশে যা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘‘রোজগারের সুযোগ সৃষ্টির কথা উঠলেই রাজনীতির চশমা দিয়ে তা দেখা হয়। কথার খই ফোটে, কিন্তু কাজের কথা কিছুই হয় না।’’ পিত্রোদার মতে, যুবসমাজকে রাজনীতিকরা ভুল বোঝাচ্ছেন। তাঁর কথায়, ‘‘অধিকাংশ আলোচনাই অর্থহীন সব বিষয়ে। যুবকদের সামনে ঠিক তথ্য তুলে ধরি না আমরা।’’

কর্মসংস্থানের তর্কের মধ্যেই পিত্রোদার বক্তব্য, এ নিয়ে সঠিক লক্ষ্যে এগোচ্ছে না ভারত। তাঁর মতে, কোন ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ তৈরি হবে, তা অতীতের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না। ভবিষ্যতের পরিস্থিতি কী হতে পারে, সে কথা ভেবেই খুঁজতে হবে। পিত্রোদা বলেন, ‘‘আগামী দিনে ক্ষুদ্রশিল্পে বেশি সংখ্যায় কাজের সুযোগ তৈরি হবে। দশ বছর পরে টেলিকম ক্ষেত্রের মতো বিদ্যুৎও বিনা পয়সায় মিলতে পারে। কুড়ি বছর পরে যাতায়াতে খুব কম পয়সা লাগবে। এ সব মাথায় রেখে কাজের সুযোগের কথা ভাবতে হবে।’’

রামমন্দির নিয়ে রাজনীতির জন্য বিজেপিকে সব সময়েই নিশানা করে বিরোধী দলগুলি। মন্দির-রাজনীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন ন্যাশনাল নলেজ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পিত্রোদাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sam Pitroda Temple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE