Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা, মৃত অন্তত ৭, জখম অনেকে

অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা, মৃতের সংখ্যা বাড়ছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ২১:৪০
Share: Save:

ফের জঙ্গি হামলার মুখে জম্মু-কাশ্মীর। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ অনন্তনাগ জেলায় অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায়। অন্ততপক্ষে ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

পুলিশ ও সিআরপি জানিয়েছে, অনন্তনাগের বাতেঙ্গু এলাকায় শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই মোটরবাইকে এসে বাস লক্ষ করে গুলি চালায় তিন জঙ্গি। অন্ধকারের সুযোগে দ্রুত চম্পট দেয় তারা। হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। সকলেই গুজরাতের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত তিন পুলিশকর্মী-সহ ১৪ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে বাহিনী। তাদের সন্দেহ, লস্কর ও হিজবুল যৌথ ভাবে এই হামলা চালিয়েছে।

হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহতদের।

এ দিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি: পিটিআই

আরও পড়ুন: ‘মানব ঢাল’ সেই কাশ্মীরী যুবককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE