Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কোকরাঝাড়ে জঙ্গির মৃত্যু

সেনা ও পুলিশের সঙ্গে সংর্ঘষে মৃত্যু হয়েছে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত)গোষ্ঠীর এক জঙ্গির। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। মৃত ওই জঙ্গি সংগঠনের স্বঘোষিত কমান্ডার ছিলেন।

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০১:৩০
Share: Save:

সেনা ও পুলিশের সঙ্গে সংর্ঘষে মৃত্যু হয়েছে আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত)গোষ্ঠীর এক জঙ্গির। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। মৃত ওই জঙ্গি সংগঠনের স্বঘোষিত কমান্ডার ছিলেন। বুধবার সকাল ৯টা নাগাদ কোকরাঝাড় জেলার কাজিগাঁও থানার পাথরডুবি জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই এনডিএফবি জঙ্গির নাম, প্রাজিত ব্রহ্ম (২৫)। ওরফে বি লেওডার। তাঁর বাড়ি কোকরাঝাড় জেলার বগরিবাড়ি থানা এলাকায়। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বোরের পিস্তল, ২টি চাইনিজ গ্রেনেড,২টি ম্যাগাজিন,বেশ কিছু তাজা গুলি ও নথিপত্র। এদিন ওই গ্রামে হানা দিলে সেনা ও পুলিশকে দেখে জঙ্গিরা গুলি ছুড়তে থাকে। প্রায় আধঘণ্টা চলে গুলির লড়াই। এক জঙ্গির মৃত্যুর পরে বাকি জঙ্গিরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kokrajhar Terrorist police army NDFB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE