Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে চার গুণ, এক দিনে ২১ হাজারেরও বেশি, বললেন কেজরীবাল

দেশে করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ১৩:৫২
Share: Save:

কোভিড টেস্টের সংখ্যা চার গুণ বাড়িয়েছে দিল্লি। শুক্রবার দিনে ২১ হাজার ১৪৪টি করে টেস্ট হয়েছে। শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। টুইট করে এ দিন তিনি বলেন, “ব্যাপক হারে কোভিড টেস্টের উপর জোর দিয়েছে দিল্লি সরকার। ব্যবস্থা করা হচ্ছে আইসোলেশনরও।”

অন্য দিকে, করোনার মোকাবিলার জন্য আজ, শনিবার থেকে সেরোলজিক্যাল সার্ভের শুরু হয়েছে সেখানে। চলবে ১০ জুলাই পর্যন্ত। দিল্লি সরকার এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর যৌথ উদ্যোগে এই সমীক্ষা চলছে। সংক্রমণ ঠেকাতে আরও কী কী পদক্ষেপ করা প্রয়োজন এই সমীক্ষার মাধ্যমে ঠিক করা হবে বলে সরকারি সূত্রে খবর।

দেশে করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসাব অনুযায়ী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ২৪০। প্রতি দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। দিল্লির এই ভয়াবহ পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। সংক্রমণের মোটের উপর চিত্রটা কী এবং কোন দিকে তা মোড় নিতে চলেছে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতেই দিল্লিতে সেরোলজিক্যাল সার্ভের ব্যবস্থা করেছে কেন্দ্র। দিল্লির প্রতিটি জেলায় ২০ হাজার করে কোভিড টেস্ট করা হবে। জেলার ডেপুটি কমিশনাররা পর্যবেক্ষক দলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন।

আরও পড়ুন: করোনিল নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ, রামদেব-সহ ৫ জনের বিরুদ্ধে এ বার প্রতারণার মামলা

দিল্লিতে কনটেনমেন্ট জোনের সংখ্যাও বাড়ছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন। তাই ছোট ছোট এলাকায় ভাগ করে পর্যবেক্ষণের কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেজরীবাল সরকার। কয়েক দিন আগেই কেজরী ঘোষণা করেছিলেন, সংক্রমণ বৃদ্ধির হারের দিকে নজর রেখেই দিল্লিতে করোনা টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে তিন গুণ। প্রতি দিন ১৮ হাজার টেস্ট করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE