Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Girl Child

বাবা-মায়ের ঝগড়ার বলি দেড় মাসের শিশু

পর দিন পুলিশ বাড়ির দরজা ভেঙে যখন ঘরের ভিতর ঢুকল, ততক্ষণে চিরতরে শ্বাস বন্ধ হয়ে গিয়েছে শিশুটির। পুলিশই ফোন করে বিষয়টি জানায় শিশুটির বাবাকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫৯
Share: Save:

স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। একটু বাদে দরজা বন্ধ করে বেড়িয়ে যান স্বামীও।

কিন্তু, ঝগড়া করে বাড়ি ছাড়ার সময় একটি বারের জন্য তাঁদের মনে ছিল না ফুটফুটে দেড় মাসের শিশু কন্যাটির কথা। পর দিন পুলিশ বাড়ির দরজা ভেঙে যখন ঘরের ভিতর ঢুকল, ততক্ষণে চিরতরে শ্বাস বন্ধ হয়ে গিয়েছে শিশুটির। পুলিশই ফোন করে বিষয়টি জানায় শিশুটির বাবাকে।

আরও পড়ুন: জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঘটনাটি ঘটেছে রাজস্থানের বংশওয়ারা জেলায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়েন ওই শিশুটির মা। একটু বাদে দরজা বন্ধ করে চলে যান তার বাবাও। তখন বাড়িতে কেউ ছিলেন না। পর দিন বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। পুলিশ এসে দরজা ভেঙে শিশুকন্যাটির দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ছাউনি নিয়ে দ্বন্দ্ব স্কুল-পুরসভার

বংশওয়ারা থানার তদন্তকারী অফিসার মনোহর সিংহ জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এর পরই শিশুটির দেহ তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Parents Child Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE