Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাড়ল এনআরসি আবেদনের মেয়াদ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এনআরসি-ছুটদের নতুন করে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করল। 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০৫:৪০
Share: Save:

এনআরসি-ছুটদের নতুন করে আবেদন জমা দেওয়ার সময় বাড়াল সুপ্রিম কোর্ট। ১৫ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদন মেনে নিয়ে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ওই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করল।

৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ জন খসড়াছুটের মধ্যে মাত্র ১৪ লক্ষ ৮০ হাজার মানুষ আজ পর্যন্ত আবেদন জমা করেছেন। বাকি প্রায় ২৫ লক্ষ মানুষের পক্ষে পাঁচ দিনের মধ্যে কোনও ভাবেই আবেদন জমা করা সম্ভব ছিল না। এরই মধ্যে পঞ্চায়েত ভোট শেষে এখন চলছে ভোট গণনা। কর্মীদের একটি বিরাট অংশ দীর্ঘদিন ধরেই সেই কাজে ব্যস্ত রয়েছেন। সে কারণেই সময় বাড়ানোর জন্য আবেদন করতে এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকেও অনুরোধ করে রাজ্য। হাজেলার তরফে সাড়া না মেলায় শনিবার রাজ্য সরকারই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায়।

মুখ্যমন্ত্রীর আইন-উপদেষ্টা শান্তনু ভরালি জানান: সরকারের তরফে আদালতে বলা হয়, এনআরসির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিও-র চূড়ান্ত হয়েছে নভেম্বরে। তা সব সেবাকেন্দ্রে পৌঁছতে সময় লেগেছে। এর পরে পঞ্চায়েত ভোটে ব্যস্ত হয়ে পড়েন সরকারি কর্মীরা। মানুষকে বিষয়টি পুরো বোঝানো যায়নি। ভোটপর্ব এখনও চলছে। এই পরিস্থিতিতে সময় না বাড়ালে অনেক মানুষ বঞ্চিত হবেন। উল্লেখ্য, শীর্ষ আদালতে একই আর্জি জানায় এআইইউডিএফ-ও। আদালত আজ সময় বাড়ানোর পাশাপাশি জানায়, এবার থেকে এনআরসি সেবাকেন্দ্রের পাশাপাশি জেলা প্রশাসনের কার্যালয়েও দাবি ও আপত্তি জানানো যাবে। যেহেতু জমা দেওয়ার দিন পিছোল, তাই আবেদনপত্র পরীক্ষার সময়ও ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করেছে সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

গুয়াহাটি NRC অসম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE