Advertisement
২০ এপ্রিল ২০২৪
Mangaluru

ব্যাঙ্কে রাখুন, গয়না ফেরত দিয়ে পরামর্শ চোরের

সোমবার ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর আদুমারোলি অঞ্চলে। পুলিশ জানিয়েছে, গত রবিবার স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন শেখর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ম্যাঙ্গালুরু শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৩
Share: Save:

বারান্দায় প্যাকেট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল গৃহকর্তার। কিন্তু, এক বারও ভাবেননি প্যাকেটের মধ্যে এত বড় বিস্ময় অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য! প্যাকেট খুলে শেখর কুন্দর দেখলেন তাতে রয়েছে দিন দু’য়েক আগে চুরি যাওয়া সব গয়না, টাকা। আর সঙ্গে উপদেশ লেখা একটা চিরকূট। যাতে লেখা— ‘‘এত গয়না বাড়িতে রাখা ঠিক নয়। এ বার থেকে গয়নাগুলি ব্যাঙ্কের লকারে রাখুন।’’

সোমবার ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর আদুমারোলি অঞ্চলে। পুলিশ জানিয়েছে, গত রবিবার স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন শেখর। তাঁরা বাড়ি ফিরে দেখেন পিছনের দরজা ভাঙা। আলমারি খোলা। আলমারিতে ছিল ৯৯টি সোনার গয়না এবং নগদ ১৩ হাজার টাকা। যা সব কিছু ধুয়েমুছে সাফ করে দিয়েছে চোর।

আরও পড়ুন: নিরাপত্তার পক্ষে ঝুঁকি রোহিঙ্গারা, আদালতে হলফনামা কেন্দ্রের

এর পরই বিষয়টি পুলিশকে জানান শেখর। প্রাথমিক তদন্তও শুরু হয়। এরই মধ্যে গত কাল, সোমবার একটি প্যাকেট ফেলে যায় চোর। প্যাকেট খুলে দেখেন তার মধ্যে খোয়া যাওয়া যাবতীয় সোনার গয়না ও নগদ সবই রয়েছে। সঙ্গে বাড়তি অবশ্যই চোরের সু-পরামর্শও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mangaluru Thief Jewellery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE