Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এই দেশ আমার অচেনা, অসহিষ্ণুতা প্রসঙ্গে এ বার সরব প্রিয়ঙ্কা

এই ভারত তাঁর অচেনা। এই ভারতে তিনি বড় হয়ে ওঠেননি। গতকাল একটি টেলিভিশন চ্যানেলে এই ভাবেই অসিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া। জানিয়েছেন, ছোটবেলা থেকে যে মূল্যবোধ নিয়ে তিনি বড় হয়ছেন, বর্তমান ভারতের বৈষম্যমূলক পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১১:৪৭
Share: Save:

এই ভারত তাঁর অচেনা। এই ভারতে তিনি বড় হয়ে ওঠেননি। গতকাল একটি টেলিভিশন চ্যানেলে এই ভাবেই অসিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া। জানিয়েছেন, ছোটবেলা থেকে যে মূল্যবোধ নিয়ে তিনি বড় হয়ছেন, বর্তমান ভারতের বৈষম্যমূলক পরিস্থিতির সঙ্গে তার কোনও মিল নেই। নাম না করেই পাশে দাঁড়ালেন বলিউডের আরও দুই মহাতারকা শাহরুখ ও আমির খানের।

তাঁর কথায়, ‘‘আজ আমি যা বলছি হয়ত তার জন্য আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হবে। হয়ত বলা হবে একজন মহিলার এই ধরনের কথা বলার অধিকার নেই। কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। এ দেশে অভিনেতারা সহজ টার্গেট। আমাদের কি স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকারও নেই?’’

আরও পড়ুন-আমি বর্ণ বিদ্বেষের শিকার, বিস্ফোরক সোনম কপূর

সিনেমার রাজনীতিকরণের তীব্র বিরোধিতা করেছেন তিনি। অকারণ বিতর্ক তৈরি যে ভাবে একের পর এক করে সিনেমার প্রদশর্নী বন্ধ করে দেওয়া হচ্ছে তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সাফ জানিয়েছেন, এটাও আসলে এক ধরনের অসহিষ্ণুতাই। গত ১৭ ডিসেম্বর অসহিষ্ণুতা প্রসঙ্গে মতামত জানিয়ে টুইট করে ছিলেন এই বলিউড ডিভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE