Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে কী করবেন? শেখাচ্ছেন এই পুলিশ কর্মী

তিনি আইনরক্ষা করেন। তিনি আবার সামাজিক সচেতনতা প্রচারেও যান। তিনি পুলিশকর্মী সুশীল কুমার। সম্প্রতি দিল্লির এক কলোনিতে গিয়ে তাঁকে গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচারে দেখা যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৬:৪৯
Share: Save:

তিনি আইনরক্ষা করেন। তিনি আবার সামাজিক সচেতনতা প্রচারেও যান। তিনি পুলিশকর্মী সুশীল কুমার। সম্প্রতি দিল্লির এক কলোনিতে গিয়ে তাঁকে গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচারে দেখা যায়।

গ্যাস সিলিন্ডার লিক করলে কী ভাবে তা সামাল দিতে হবে, দিল্লির একটি কলোনিতে গিয়ে তারই নমুনা দেখাচ্ছিলেন সুশীলবাবু। সুশীল কুমারের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত ১৯ মার্চ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকে প্রায় ২ লক্ষ বার সেটা দেখা হয়ে গিয়েছে। এক জন পুলিশের এই অভিনব ভূমিকা দেখে অনেকে যেমন আশ্চর্য হয়েছেন, আবার অনেকে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

দেখুন সেই ভিডিও

আরও পড়ুন: সিবিআই তদন্ত বহাল, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

আমরা গ্যাস ব্যবহার করি ঠিকই, কিন্তু এর ব্যবহারের ভয়ানক দিকটা নিয়ে অতটা ওয়াকিবহাল থাকি না। ফলে দুর্ঘটনা ঘটতে সময় নেয় না।

দেখা গিয়েছে, দেশে যত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে, তার প্রায় বেশির ভাগ কারণ এই গ্যাস সিলিন্ডার। কখনও শোনা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু, কখনও আবার দেখা গিয়েছে গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছে বাড়িতে। আকছার এমন ঘটনা ঘটছে। আর তা আমাদের অসাবধানতার ফলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Cop Gas Cylinder Sushil Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE