Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উত্তরসূরি হতে মোদী যতই চেষ্টা করুন, বাজপেয়ী হওয়া তাঁর হবে না

যে ঘটনার পরে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চেয়েছিলেন বাজপেয়ী।

শ্রদ্ধা: বৃহস্পতিবার বাজপেয়ীর বাসভবনে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

শ্রদ্ধা: বৃহস্পতিবার বাজপেয়ীর বাসভবনে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৪:১২
Share: Save:

অটলবিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদী এক নন।

সকাল থেকে বিরোধীদের এমন কটাক্ষ শুনছেন প্রধানমন্ত্রী। বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নবীন পট্টনায়ক বলছেন, বাজপেয়ী ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন, সকলকে নিয়ে চলতেন, সকলের কথা শুনতেন, ঝগড়া করতেন না। মোদী জমানায় সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হওয়া প্রবীণ নেতা মুরলীমনোহর জোশীও ঘুরপথে শোনাচ্ছেন ‘রাজধর্ম’-এর কথা। যা একদা মোদীকে পালন করতে বলেছিলেন বাজপেয়ী। এই প্রসঙ্গ স্বাভাবিক ভাবেই উস্কে দিচ্ছে গুজরাত দাঙ্গার স্মৃতি। যে ঘটনার পরে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চেয়েছিলেন বাজপেয়ী।

এমন প্রতিকূল পরিস্থিতিতে আজ নিজেকে বাজপেয়ীর ‘উত্তরসূরি’ প্রতিপন্ন করার মরিয়া চেষ্টা শুরু করলেন মোদী। বাজপেয়ীর মৃত্যুতে এক সপ্তাহ রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করে বিরোধীদের জবাব দেওয়ার কৌশল রচনা করলেন। আগামিকাল অর্ধেক দিন ছুটিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি দফতর ও রাষ্ট্রায়ত্ত সংস্থায়। আজ রাতেই কৃষ্ণ মেনন মার্গে বাজপেয়ীর বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে জনতার জন্য। আগামিকাল সকালেও খোলা থাকবে। তার পর তাঁকে নিয়ে যাওয়া হবে বিজেপির নতুন দফতরে। সেখান থেকে যমুনার তীরে বিজয় ঘাটের কাছে স্মৃতিস্থলে শেষকৃত্য। যে জায়গায় মূলত কংগ্রেসের নেতাদের সমাধিস্থল রয়েছে।

শুধু তা-ই নয়, বিজেপির সব মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে দিল্লিতে। গোটা দেশ থেকে আসতে বলা হয়েছে বিজেপির নেতা-কর্মীদের। মোদী নিজে দীর্ঘ ব্লগ লিখেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে একটি পুরনো ভিডিয়ো। যেখানে এক দোলের দিনে বাজপেয়ী সস্নেহে পিঠ চাপড়াচ্ছেন মোদীর।

রাতে টিভিতে জাতির উদ্দেশে মোদী বলেছেন, তাঁর কাছে বাজপেয়ী ছিলেন পিতৃপ্রতিম। যখনই দেখা হত, বাবার মতো খুশি হতেন। জড়িয়ে ধরতেন। সংগঠন ও প্রশাসন কী ভাবে চালাতে হয়, বাজপেয়ীই তাঁকে শিখিয়েছেন। তিনি চলে গেলেও তাঁর বাণী, ভাবনা, দর্শন ‘মার্গদর্শন’ করাবে।

কিন্তু মোদীর কথা শুনে এক বিরোধী নেতা বললেন, ‘‘মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বাকি প্রবীণ নেতাদের সঙ্গে বাজপেয়ীকেও মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়েছিলেন। বাজপেয়ী না হয় অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু অন্য নেতাদের থেকে আজ পর্যন্ত কোনও ‘মার্গদর্শন’ নেওয়া হয়নি। সেই কমিটির একটিও বৈঠক হয়নি। মোদী যতই চেষ্টা করুন, বাজপেয়ী হওয়া তাঁর হবে না।’’

(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE