Advertisement
২০ এপ্রিল ২০২৪

পশুবলির বিরুদ্ধে ধর্না, হুমকি ইঞ্জিনিয়ারিং ছাত্রকে

পুজোর নামে পশুবলির বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছেন শিলচর এনআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র কল্পনার্ব শর্মা।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ০২:১৫
Share: Save:

পশুবলির বিরুদ্ধে ধর্নায় বসতে গিয়ে তাড়া খেয়ে ফিরলেন এনআইটি-র এক ছাত্র।
পুজোর নামে পশুবলির বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দিয়েছেন শিলচর এনআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র কল্পনার্ব শর্মা। সপ্তমীতে দুপুর ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত কাছাড় জেলার কাঁচাকান্তি মন্দিরের সামনে ধর্নায় বসেছিলেন তিনি । আজ, মহানবমীতে তিনি ধর্না দিচ্ছিলেন শিলচর শহরে শ্যামানন্দ আশ্রমের কাছে। সেখানে তখন বলি হচ্ছিল। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়, মন্দিরের পাঁচিল ঘেঁসে বসা চলবে না। পরে মন্দিরের কাছেই এক বাড়ির সামনে ধর্নায় বসেন কল্পনার্ব। তখন পশুরক্তে ভেজা পোশাক পরেই কিছু লোক এসে তাঁকে হুমকি দেয়। ব্যানার গুটিয়ে ওই জায়গা ছেড়ে চলে যান কল্পনার্ব। তাঁর কথায়, ‘‘পশুবলি অমানবিক প্রথা। উদরপূর্তির জন্য ধর্মের নাম দিয়ে হত্যাকে প্রশ্রয় দেওয়া হয়। মন্দিরে বলি হওয়ায় শিশুদের মনে এর প্রভাব পড়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE