Advertisement
২০ এপ্রিল ২০২৪

৩ লগ্নি কর্তা গ্রেফতার

দুটি অর্থলগ্নি সংস্থার ৩ অধিকর্তাকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিবিআই জানায়, টাওয়ার গ্রুপ এবং আশা অ্যাগ্রো ইক্যুইপমেন্ট ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের তিন অধিকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৬ ০৩:১৫
Share: Save:

দুটি অর্থলগ্নি সংস্থার ৩ অধিকর্তাকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিবিআই জানায়, টাওয়ার গ্রুপ এবং আশা অ্যাগ্রো ইক্যুইপমেন্ট ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের তিন অধিকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হল রামেন্দু চট্টোপাধ্যায়, আশিস চট্টোপাধ্যায় এবং তরুন কুমার বারুই। ২০১৪-র জুনে কলকাতার টাওয়ার গ্রুপের ৮ জন পদাধিকারীর বিরুদ্ধে বাজার থেকে নিয়ম বহির্ভূতভাবে কয়েকশো কোটি টাকা আমানত সংগ্রহ করা, প্রতারণা ও টাকা নয়ছয়ের অভিযোগ হয়েছিল। তদন্তে নেমে এ দিন টাওয়ার গ্রুপের দুই অধিকর্তা রামেন্দু চট্টোপাধ্যায় এবং আশিস চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের জুন মাসেই একই ধরণের অভিযোগ উঠেছিল আশা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কর্তাদের বিরুদ্ধেও। সেই অভিযোগে তরুণ কুমার বারুইকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, এবং প্রাইজ চিট অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম(ব্যানিং) অ্যাক্ট, ১৯৭৮ এর ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest chit fund owner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE