Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dawood Ibrahim

নিলামে দাউদের সম্পত্তি, দাম উঠল সাড়ে ১১ কোটি

অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এ দিন হোটেল রৌণক আফরোজ, শবনম গেস্ট হাউস ও দামারওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘর নিলাম করা হয়।

দাউদ ইব্রাহিম। ফাইল ছবি।

দাউদ ইব্রাহিম। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৯:১৬
Share: Save:

নিলামে মোস্ট ওয়ান্টেডের সম্পত্তি।

দাউদ ইব্রাহিমের তিনটি সম্পত্তি নিলামে বিক্রি হয়ে গেল। মঙ্গলবার দক্ষিণ মুম্বইয়ের দাউদের সম্পত্তি নিলাম করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দাম উঠেছে ১১ কোটি ৫৮ লক্ষ টাকা।

অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এ দিন হোটেল রৌণক আফরোজ, শবনম গেস্ট হাউস ও দামারওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘর নিলাম করা হয়। এর মধ্যে ‘হোটেল রৌণক আফরোজ’ দিল্লি জায়কা নামেও পরিচিত।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ, কেরোসিন ঢেলে তরুণীকে পুড়িয়ে মারল বন্ধু

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, সৈফি বুরহানি আপলিফ্টমেন্ট ট্রাস্ট তিনটি সম্পত্তির সর্বোচ্চ দর দিয়েছে। এর মধ্যে রৌণক আফরোজ ৪ কোটি ৫৩ লক্ষ, শবনম গেস্ট হাউস ও দামারওয়ালা বিল্ডিংয়ের ৬টি ঘরের দর উঠেছে যথাক্রমে ৩ কোটি ৫২ লক্ষ ও ৩ কোটি ৫৩ লক্ষ টাকা।

১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ বর্তমানে পাকিস্তানের আশ্রয় রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dawood Ibrahim Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE