Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Natioanl News

অসমে আইইডি বিস্ফোরণ, হত ৩ জওয়ান

অসমে আইইডি বিস্ফোরণে মারা গেলেন তিন সেনা জওয়ান। আহত চার। শনিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে অসমের ঢেকিয়াযান এলাকায়।

বিস্ফোরণের পর চলছে তল্লাশি। ছবি: টুইটার

বিস্ফোরণের পর চলছে তল্লাশি। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১৩:১৯
Share: Save:

অসমে আইইডি বিস্ফোরণে মারা গেলেন তিন সেনা জওয়ান। আহত চার। শনিবার সকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে অসমের ঢেকিয়াযান এলাকায়।

সেনা সূত্রে খবর, এ দিন সকালে আপারডিহিং সংরক্ষিত অরণ্যের ভিতর দিয়ে পেঙেরি থেকে ডিগবয়ের দিকে যাচ্ছিল অসমের কুমায়ুন রেজিমেন্টের সেনা জওয়ানরা। একটি ট্রাক ও একটি জিপসিতে চড়ে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে রাখা আইইডি ব্লাস্ট করায় সামনে থাকা ট্রাকটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুলতান সিংহ নামের এক সেনা জওয়ানের। আহত জওয়ানদের ডিব্রুগড় ইন্ডিয়ান অয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ঋষিপাল সিংহ ও নরপৎ সিংহ নামে আরও দুই জওয়ানের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আলফা-ই এই হামলা চালিয়েছে। শনিবারই অসমের লখিনপুর লোকসভাকেন্দ্র ও বৈঠালাংশু বিধানসভাকেন্দ্রে চলছে উপনির্বাচন। পুলিশের দাবি, নির্বাচনের দিক থেকে নজর ঘোরাতেই এই বিস্ফোরণের ছক কষেছিল আলফা। প্রসঙ্গত গত ১৭ নভেম্বর তিনসুকিয়ার চা বাগানেও আলফা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন মারা গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে এলাকার পরিবেশ ছিল থমথমে। ফের আরও একবার আলফা জঙ্গিদের আক্রমণে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই ঘটনার তীব্র নিন্দা করে জানান, ‘খুব শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা হবে।’

জঙ্গিদের খোঁজে ঘিরে ফেলা হয়েছে আপারডিহিং সংরক্ষিত অরণ্য। যৌথ তল্লাশিতে নেমেছে পুলিশ, সেনা ও আধা-সামরিক বাহিনী। নামানো হয়েছে সেনা হেলি-কপ্টারও।

আরও পড়ুন: জাকির নাইকের ১০ দফতরে একযোগে এনআইএ তল্লাশি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Explosion Assam Ulfa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE