Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জোট শুধু বিহারেই, জানিয়ে দিলেন নীতীশ

প্রথমে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় যোগ না-দেওয়া, বিহারে নীতীশ মন্ত্রিসভার সম্প্রাসরণে বিজেপি থেকে মাত্র এক জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া, এখন চার রাজ্যে একা লড়াইয়েই সিদ্ধান্ত— এগুলি কি বিজেপি-নীতীশ সম্পর্কে ফাটলের ইঙ্গিত নয়? 

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০২:০৩
Share: Save:

জেডিইউ ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি এবং জম্মু-কাশ্মীর— চার রাজ্যের বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, বিজেপি-এলজেপির সঙ্গে তাদের জোট শুধু বিহারে। আগামী ভোটেও বিহারে তাদের সঙ্গে মিলেই লড়বে।

প্রথমে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় যোগ না-দেওয়া, বিহারে নীতীশ মন্ত্রিসভার সম্প্রাসরণে বিজেপি থেকে মাত্র এক জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া, এখন চার রাজ্যে একা লড়াইয়েই সিদ্ধান্ত— এগুলি কি বিজেপি-নীতীশ সম্পর্কে ফাটলের ইঙ্গিত নয়?

জেডিইউ কিন্তু বিষয়গুলিকে আলাদা আলাদা ভাবে দেখছে। তাদের নেতাদের যুক্তি, দু’রাজ্যে আঞ্চলিক দল হওয়ার পরে এখন জাতীয় দল হওয়ার লক্ষ্যেই আলাদা করে নির্বাচনে লড়তে চাইছেন নীতীশ। মোদীর মন্ত্রিসভায় যোগ না-দেওয়া নিয়ে আজ আলোচনা হয় জেডিইউয়ের জাতীয় কর্মসমিতির বৈঠকে। ত্যাগী বলেন, “এটি কোনও বড় বিষয় নয়। বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হয়েছে। আমরা মন্ত্রিসভায় কোনও প্রতিনিধিত্ব চাইনি। নীতীশজি সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় যোগ দেবেন না।” এ প্রসঙ্গে মহাজোটের নেতাদের তোলা প্রশ্নের জবাবে ত্যাগী বলেন, “মহাজোটের নেতারা আসলে পল্টুরাম।”

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar BJP Bihar JDU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE