Advertisement
২৪ এপ্রিল ২০২৪
VK Sasikala news

সে বার জয়ার সঙ্গী, এ বারের জেলযাত্রায় তিনিই নজরের কেন্দ্রবিন্দু

জয়ললিতার বিরুদ্ধে তত্কালীন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামীর মামলা দায়ের।

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৩
Share: Save:

• ১৯৯৬: জয়ললিতার বিরুদ্ধে তত্কালীন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামীর মামলা দায়ের। অভিযোগ, ১৯৯১ থেকে ১৯৯৬ মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর হিসাববহির্ভূত সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬.৬৫ কোটি টাকা।

• ৭ ডিসেম্বর, ১৯৯৬: গ্রেফতার জয়ললিতা।

• ৪ জুন, ১৯৯৭: দুর্নীতিদমন আইনে চার্জশিট জমা দেওয়া হয়।

• ১ অক্টোবর, ১৯৯৭: মাদ্রাজ হাইকোর্টে মামলায় রেহাই চেয়ে জয়ললিতার আবেদন খারিজ।

• মে ২০০১: বিধানসভা নির্বাচনে এআইডিএমকে-র বিপুল জয়। মুখ্যমন্ত্রী পদে জয়ললিতা।

• ২১ সেপ্টেম্বর, ২০০১: মুখ্যমন্ত্রী পদ থেকে জয়ললিতার ইস্তফা।

• ২১ ফেব্রুয়ারি, ২০০২: উপনির্বাচনে ফের জয়ী জয়া। শপথ মুখ্যমন্ত্রী হিসেবে।

আরও পড়ুন: বেআইনি সম্পত্তি মামলায় শশিকলার চার বছরের কারাদণ্ড

• ২০০৩: মুখ্যমন্ত্রী হিসেবে মামলা প্রভাবিত করতে পারেন জয়া, এই আশঙ্কার কথা জানিয়ে তামিলনাড়ু থেকে মামলা কর্নাটকে স্থানান্তরিত করতে সুপ্রিম কোর্টে ডিএমকে-র আর্জি।

• ১৮ নভেম্বর, ২০০৩: সুপ্রিম কোর্ট মামলাটি বেঙ্গালুরুতে স্থানান্তরের নির্দেশ দেয়।

• ১৯ ফেব্রুয়ারি, ২০০৫: কর্নাটক সরকার রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বি ভি আচার্যকে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ করে।

• অক্টোবর, নভেম্বর ২০১১: বিশেষ আদালতে ১৩৩৯টি প্রশ্নের মুখোমুখি জয়ললিতা।

• ১২ অগস্ট, ২০১২: বিশেষ সরকারি কৌঁসুলির দায়িত্ব থেকে সরে গেলেন বি ভি আচার্য।

• ২৮ অগস্ট, ২০১৪: বিশেষ আদালত ২০ সেপ্টেম্বর পর্যন্ত রায় স্থগিত রাখে। তার আগে জয়ললিতা-সহ বাকি অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেয়।

• ২৭ সেপ্টেম্বর, ২০১৪: হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতাকে চার বছর কারাবাসের সাজা শোনায় বেঙ্গালুরুর বিশেষ আদালত। সঙ্গে ১০০ কোটি টাকা জরিমানাও। পাশাপাশি ওই দিন সাজা হয় তাঁর তিন ঘনিষ্ঠেরও। পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয়া ইলাবরসিকেও চার বছরের কারাবাসের সাজা শোনায় আদালত। তবে তাঁদের ১০ কোটি টাকা করে জরিমানা হয়। ওই দিনই সরকারি ভাবে গ্রেফতার করা হয় জয়ললিতা-সহ চার জনকে।

• ১৮ অক্টোবর, ২০১৪: সুপ্রিম কোর্টে জয়ললিতা-সহ বাকিদের জামিন মঞ্জুর হওয়ায় ২১ দিন পর জেল থেকে ছাড়া পেলেন তাঁরা।

• ডিসেম্বর, ২০১৪: কর্নাটক হাইকোর্টে নিম্ন আদালতের রায়ের প্রেক্ষিতে জয়ার আবেদন।

• ১১ মে, ২০১৫: কর্নাটক হাইকোর্টে বেকসুর খালাস জয়ললিতা।

• জুন ২০১৬: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কর্নাটক সরকার।

• ২৩ মে ২০১৫: ফের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা।

আরও পড়ুন: সরলো পথের কাঁটা, রায় ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়ল পনীর শিবির

• ৫ ডিসেম্বর ২০১৬: দীর্ঘ দিন হাসপাতালে থাকার মারা যান তিনি।

• ৩১ ডিসেম্বর ২০১৬: এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক হলেন ভিকে শশিকলা।

• ৫ ফেব্রুয়ারি ২০১৭: এআইএডিএমকে-র পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হন তিনি।

• ৯ ফেব্রুয়ারি ২০১৭: রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে তামিলনাড়ুতে সরকার গড়ার আবেদন জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ানোর দাবি জানান।

• ১৪ ফেব্রুয়ারি ২০১৭: কর্নাটক হাইকোর্টের রায়কে বাতিল করে বেঙ্গলুরুর বিশেষ আদালতের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়ে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় ফের শশিকলার চার বছর কারাবাস হবে। সঙ্গে ১০ কোটি টাকা জরিমানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE