Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কুয়াশায় দিল্লিতে ব্যাহত ট্রেন ও বিমান চলাচল

গত কাল দেরি করেছে অন্তত ৮০০ বিমান ও একশোরও বেশি ট্রেন।

কুয়াশায় আচ্ছন্ন।

কুয়াশায় আচ্ছন্ন।

স‌ংবাদ স‌ংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০২:৫২
Share: Save:

উত্তর ভারতে শৈত্যপ্রবাহ ও কুয়াশার জেরে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে দিল্লিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন হাল্কা বৃষ্টি হতে পারে দিল্লিতে।

গত কাল দেরি করেছে অন্তত ৮০০ বিমান ও একশোরও বেশি ট্রেন। ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় মধ্য রাত পর্যন্ত দিল্লিগামী ৪৬টি বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানান, সংশ্লিষ্ট উড়ানসংস্থার সঙ্গে যোগাযোগ করে বিমান ওড়া বা নামার সময় জানতে হবে যাত্রীদের। আজ অবশ্য বিমান চলাচলের সময়ে বিশেষ হেরফের হয়নি। আজ হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহার, অসম ও মেঘালয়ের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢাকা ছিল। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি, সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fog Delhi Trains Flights
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE