Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আদিবাসী শিক্ষা নিয়ে

আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের অভিযোগ, মোদী সরকারের নীতির ফলে আদিবাসী ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনাও মাঝপথে ছেড়ে দিচ্ছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৪:৩৫
Share: Save:

আদিবাসী উন্নয়নের অর্থ সঙ্ঘ-পরিবারের সংগঠনগুলিকে স্কুল, এনজিও চালাতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলল আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ। তাদের মতে, হিন্দুত্বের প্রতি দায়বদ্ধ প্রজন্ম তৈরি করাই এর উদ্দেশ্য। দিল্লির সেন্টার ফর আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্প্রতি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালিয়েছে। রিপোর্ট বলছে, আদিবাসী এলাকায় গ্রামে গ্রামে আশ্রম স্কুল বন্ধ করে দিয়ে ব্লক স্তরে একলব্য স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে। ফলে আদিবাসী বাবা-মায়েরা ছেলেমেয়েদের গ্রামের বাইরে পাঠাচ্ছেন না। আদিবাসী অধ্যুষিত ৬ হাজার ব্লকের মধ্যে মাত্র ৫৬৪টি ব্লক স্কুল তৈরির জন্য চিহ্নিত হয়েছে। তৈরি হয়েছে মাত্র ৭৪টি। বাজেটে ৩০০ কোটি টাকার ঘোষণা হলেও কোনও অর্থ বরাদ্দ হয়নি। যার ফল হল, ১৮ থেকে ২৩ বছরের আদিবাসীদের মধ্যে মাত্র ১৬ শতাংশ কলেজে পড়াশোনা করছেন। আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের অভিযোগ, মোদী সরকারের নীতির ফলে আদিবাসী ছেলেমেয়েরা স্কুলের পড়াশোনাও মাঝপথে ছেড়ে দিচ্ছেন। মঞ্চের হয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, ‘‘শিক্ষার অধিকার আইন থাকা সত্ত্বেও প্রথম আদিবাসী সন্তানরা তা থেকে বঞ্চিত হচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Indigenious Vrinda Karat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE